নবাব আলীবর্দী খান
|নবাব আলীবর্দী খান ১৭৪০ থেকে ১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব । বাংলার নবাব সরফরাজ খানের অযোগ্যতার কারণে তিনি সরফরাজ খানকে পরাজিত করে ক্ষমতা দখল করেন। তিনি দীর্ঘ ১৬ বছর বাংলার নবাব ছিলেন এবং তার শাসনামলের অধিকাংশ সময়ই মারাঠা আক্রমণকারী ও আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হয়। তিনি বাংলার জনগণকে মারাঠা বর্গীদের আক্রমণ থেকে বাংলার জনগণকে রক্ষা করেন। একজন অসমসাহসী ও রণনিপুণ সেনাপতি হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং কর্মদক্ষ ও দূরদর্শী শাসক হিসেবে তার খ্যাতি ছিল। ইংরেজ বণিকরা কয়েকবার নবাব আলীবর্দী খানের অবাধ্য হলেও প্রতিবারই তারা নবাবের আদেশ নির্দেশ মেনে নিতে বাধ্য হয়। দীর্ঘদিন যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকার দরুন আলীবর্দীর স্বাস্থ্য ভেঙ্গে পড়েছিল। ১৭৫৬ সালের ১০ এপ্রিল তিনি মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার কোন পুত্র সন্তান ছিল না। তিন মেয়ে যথাক্রমে মেহের-উন-নিসা বেগম (ঘসেটি বেগম), মুনিরা বেগম, আমিনা বেগম। তার মৃত্যুর পর বাংলার মসনদে বসেন তার প্রিয় দৌহিত্র, আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা।