নীলফামারী জেলা
বিষয় | তথ্য |
---|
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ | - শাহ কলন্দর ইসলামী ব্যক্তিত্ব
- শহীদ জননী জাহানারা ইমাম
- আসাদুজ্জামান নূর, নাট্য ব্যক্তিত্ব; বর্তমান মন্ত্রী;
- আনিসুল হক, লেখক, নাট্যকার ও সাংবাদি
- রথীন্দ্রনাথ রায়- বিশিষ্ট পল্লীগীতি শিল্পী।
|
দর্শনীয় স্থানঃ | - নীলসাগর
- হযরত শাহ কলন্দর মাজার,
- হরিশচন্দ্রের পাঠ
- ভীমের মায়ের চুলা
|
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ | উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইংরেজি: Uttara Export Processing Zone; সংক্ষেপে যেটি ‘উত্তরা ইপিজেড’, বা, ‘নীলফামারী ইপিজেড’ নামেও পরিচিত) বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় শহর নীলফামারীর অদূরে সংগলশী এলাকায় অবস্থিত। এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি ১৯৯৯ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়। |
নদ-নদীঃ | এ জেলার প্রধান প্রধান নদ নদী সমুহ হচ্ছে তিস্তা, বামণ ডাংগা, দেওনাই , ভুল্লাই, চারালকাটা, যমুনেশ্বরী, শালকী ইত্যাদি । |
<- গাইবান্ধা
লালমনিরহাট ->