বাংলাদেশের পণ্য বাণিজ্য

বাংলাদেশের পণ্য বাণিজ্য ২০১৬-২০১৭

আমদানি করেছে ৪.৮ হাজার কোটি ডলার প্রায়। রপ্তানি ৩.৪ হারজার কোটি ডলার

রপ্তানির প্রধান তিনটি দেশ

  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য

প্রধান আমদানি

  1. চীন
  2. ভারত
  3. সিঙ্গাপুর
  4. দক্ষিন কোরিয়া

চীনে বাংলাদেশের রপ্তানি যেমন বেড়েছে তেমনি চীন থেকে আমদানি ও বেরেছে।
যুক্তরাষ্ট্র ও ভারত থেকে আমদানি বাড়লেও রপ্তানি কমেছে।
চীন ও ভারতে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পায় বাংলাদেশ।

প্রধান রপ্তানি পণ্য
তৈরী পোশাক – ৮১%
চামরা ও চামরাজাত পণ্য ৩.৪৫%
পাট ও পাট পণ্য – ২.৭৬%

তৈরী পোশাকের পরে শত কোটি ডলারে রপ্তানি হয় শুধু পাট ও পাটজাত পণ্য। অন্যান্যগুলো মধ্যে আছে চামরা ও চামরাজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য।

অর্থ বছর ২০১৭-১৮ জুলাই-এপ্রিল প্রথম ১০ মাস
এ দশ মাসে রপ্তানি আয় ৩০৪০ কোটি ডলার, লক্ষমাত্রা ছিল ৩৭৫০ কোটি বছর।
খাতওয়ারি প্রবৃদ্ধির চিত্র
পাট ও পাটজাত পণ্য ৯.৩৭%
চামরা ও চামরাজাত পণ্য
হোম টেক্সটাইল
হিমায়িত খাদ্য।

Export Promotion Bureau of Bangladesh(EPB) এর মতে
পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ৭.৩৮% ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৭.৩৮%

তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য ও হিমায়িত খাদ্যে প্রবৃদ্ধি ধরে রেখেছে। কিন্তু চামরা ও চামরাজাত পণ্য প্রবৃদ্ধি কমেগেছে ৫.১৫%। যদিও রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করে সাভারের হেমায়েত পুরে চামরা শিল্প নগরে স্থানান্তর সম্পন্ন হয়েছে।

Add a Comment