নবাব সিরাজউদ্দৌলা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

নবাব সিরাজ-উদ-দৌলা বা মির্জা মুহাম্মদ সিরাজ-উদ-দৌলা বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তিনি নবাব আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র। সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলীবর্দী খান-এর কাছ থেকে ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। ১৭৫৬ সালের জুন মাসে তিনি ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করেন। একই মাসে তিনি কলকাতা জয় করে নাম রাখেন ‘আলীনগর’। ৫৬ সালের অক্টোবর মাসে ‘মনিহারী যুদ্ধে’ তিনি খালাত ভাই (মুনিরা বেগম বা মায়মুনা বেগম এর পুত্র) শওকত জংকে পরাজিত করে পুর্ণিয়া অধিকার করেন। ১৭৫৭ সালে ফেব্রুয়ারি মাসে তিনি ইংরেজদের সাথে ‘আলীনগর সন্ধি’ করেন।

দেশি অমাত্য ও নবাব বিরোধীদের ষড়যন্ত্রে এবং মীরজাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ, জগৎ শেঠ, উমি চাঁদ ইত্যাদির বিশ্বাসঘাতকতায় পলাশীর যুদ্ধে নবাবের পরাজয় ঘটে। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ২৩জুন ১৭৫৭ সালে, (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে। এরপর তাকে বন্দি করা হয়। মীরজাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মুহম্মদি বেগ নামের এক ঘাতক সিরাজদ্দৌলাকে হত্যা করে। তার মৃত্যুর সাথে সাথে বাংলার স্বাধীনতার সূর্য ও অস্ত যায়। সেই সাথে ভারতবর্ষে ১৯০ বছরের ইংরেজ-শাসনের সূচনা হয়। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে।

Add a Comment