হুমায়ুন

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

১৫৩০ সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর মৃত্যু বরণ করেন। এর পর শাসক হয় তার জ্যেষ্ঠ পুত্র মির্জা হুমায়ুন। নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন নাম ধারণ করে তিনি সিংহাসনে বসেন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক। ১৫৪০ সালে হুমায়ুন শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে মুঘল সাম্রাজ্য হারিয়েছিলেন। শেরশাহ সুরি ছিলেন বাবরের একজন সেনানায়ক। পারস্য সাম্রাজ্যের সাফাভি রাজবংশের সহায়তায় ১৫ বছর পরে, ১৫৫৫ সালে হুমায়ুন হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হন।

এর পরের বছর ২৪ জানুয়ারি, ১৫৫৬ হুমায়ুন তার লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে সিঁড়ি দিয়ে নামতেছিলেন। এমন সময় মসজিদে আযান দেয়। কথিত আছে যে হুমায়ুনের কানে আযানের ধ্বনি পৌঁছিলে, তিনি যে অবস্থাতেই থাকেন না কেন, আল্লাহর উদ্দেশ্যে তিনি সেজদায় রত হতেন। সিঁড়িতে থাকতেই তার কানে আযানের ধ্বনি গেলে তিনি সেজদা করার জন্য নিজেকে প্রস্তুত করতেছিলেন এমন সময় আলখাল্লা তার পায়ের সাথে জড়িয়ে যায়। ফলে তিনি হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে পড়তে থাকেন। একটি পাথরের সাথে তার মাথা ধাক্কা খায় ও তিনি প্রচণ্ড আঘাত পান। এর তিন দিন পর তিনি মৃত্যু বরণ করেন। উত্তরাধীকার করেন যান তার সুযোগ্য পুত্র, ইতিহাস বিখ্যাত মহান আকবর কে।

হুমায়ুন বাংলার নাম দিয়েছিলেন ‘জান্নাতুল সুবাহ’ বা জান্নাতাবাদ (১০তম বিসিএস প্রিলিমিনারি)

Add a Comment