কোন মুঘলসম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?

  • বাবর
  • হুমায়ন
  • আকবর
  • জাহাঙ্গীর

১৫৩০ সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর মৃত্যু বরণ করেন। এর পর শাসক হয় তার জ্যেষ্ঠ পুত্র মির্জা হুমায়ুন। নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন নাম ধারণ করে তিনি সিংহাসনে বসেন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক। হুমায়ুন বাংলার নাম দিয়েছিলেন ‘জান্নাতুল সুবাহ’ বা জান্নাতাবাদ।