রোমান সাম্রাজ্য

অ্যালবা লঙ্গা
বর্তমান ইতালির মধ্যভাগে প্রাচীন যুগে অ্যালবা লঙ্গা নামে একটি শহর ছিল। শহরটি আনুমানিক ১১৫১ খ্রিষ্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। এবং খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে রোমানদের দ্বারা ধ্বংশ প্রাপ্ত হয়।

রোমান রাজ্য

অ্যালবা লঙ্গাদের পরাজিত করে রোমানরা রোমান রাজ্য স্থাপন করে খ্রিষ্টপূর্ব ৭৫৩ অব্দে। রোমান রাজ্যের রাজধানী ছিল রোমে। বর্তমান ইতালি ও ভ্যাটিকান সিটি এ রাজ্যের অংশ। ৫০৯ খ্রিষ্টপূর্বাব্দে রোমান রাজা কে ক্ষমতাচ্যুত করে, রোমান প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রোমান রাজ্যের সমাপ্তি ঘটে।

রোমান প্রজাতন্ত্র

রোমান প্রজাতন্ত্র বলতে আনুমানিক ৫০৯ থেকে ২৭ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অস্তিত্বশীল একটি প্রজাতন্ত্রকে বোঝায় যার রাজধানী ছিল রোম নগরী। রোমে প্রজাতান্ত্রিক পদ্ধতিতে এই সভ্যতার সরকার পরিচালিত হতো। ৫০৮ খ্রিস্টপূর্বাব্দে রোমান রাজতন্ত্র উৎখাতের পর একটি সিনেটের উপদেশে নাগরিকদের ভোটে নির্বাচিত দুইজন কনসালের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হতে থাকে, একেই বলা যায় প্রজাতন্ত্রের সূচনা। ক্ষমতার ভাগাভাগি এবং বিশ্লেষণ ও ভারসাম্যের নীতির উপর ভিত্তি করে শীঘ্রই একটি সংবিধান গড়ে ওঠে। খুব বেশি জরুরি অবস্থা দেখা না দিলে সকল সরকারি কর্মকর্তা মাত্র এক বছরের জন্য নির্বাচিত হতেন যাতে কোন একজন ব্যক্তি জনগণকে বেশি প্রভাবিত করে ফেলতে না পারে। অবশ্য বাস্তবে রোমান সমাজে উঁচু-নিচুর অনেক ভেদাভেদ ছিল। রোমের ভূমিমালিক অভিজাত (patricians) এবং সংখ্যায় অনেক বেশি সাধারণ নাগরিকদের (plebeians) মধ্যে দ্বন্দ্ব নতুন সংবিধানটিকে অনেক প্রভাবিত করেছিল।
প্রথম দুই শতাব্দীতে নতুন মিত্র তৈরি ও যুদ্ধের মাধ্যমে মধ্য ইতালি থেকে এক সময় সমগ্র ইতালীয় উপদ্বীপ প্রজাতন্ত্রের অধীনে আসে। তৃতীয় শতকে দখলে আসে উত্তর আফ্রিকা, আইবেরীয় উপদ্বীপ, গ্রিস এবং বর্তমান ফ্রান্সের দক্ষিণাংশ। এরও দুই শতাব্দী পরে ১ম খ্রিস্টপূর্বাব্দের শেষদিকে সমগ্র ফ্রান্স, এবং প্রাচ্যের বেশ কিছু অঞ্চল প্রজাতন্ত্রের অধিকারে চলে আসে। প্রজাতন্ত্রে কোন নির্দিষ্ট ব্যক্তির অতিরিক্ত প্রভাব-প্রতিপত্তি অর্জনে বাধানিষেধ থাকলেও এই পর্যায়ে রোমান সমাজ আসলে গুটিকয়েক নেতা ও তাদের মিত্রদের দ্বারাই শাসিত হতো।

রোমান সাম্রাজ্য

গৃহযুদ্ধ এবং রাজনৈতিক সংঘাতের ফলে রোমে বিরাজমান ৫০০ বছরের রোমান প্রজাতন্ত্রে চরম অস্থিরতার সৃষ্টি হয়। অস্থিরতার ঐ সময়ে জুলিয়াস সিজার কে স্থায়ী ডিক্টেটর বা ন্যায়পালিক হিসেবে নিযুক্ত করা হয়। খ্রি:পূ: ৪৪-তে তাকে কয়েকজন ষড়যন্ত্রকারীরা হত্যা করে। ফলস্বরূপ গৃহযুদ্ধ এবং হত্যালীলা অব্যাহত থাকে।
সিজারের পোষ্য পুত্র অক্টাভিয়ান খ্রী:পূ: ৩১-এ এক্টিয়ামের যুদ্ধে মার্ক এন্টনী এবং ক্লিয় পেট্রাকে পরাজিত করে। এরপর অক্টাভিয়ান অদমনীয় হয়ে উঠে এবং খ্রী:পূ: ২৭-এ রোমান সিনেটে তাকে আনুষ্ঠানিকভাবে অসীম ক্ষমতা দেয়ার সাথে আউগুস্তুস উপাধি প্রদান করে যা রোমান সাম্রাজ্যের শুরুর একটি মাইলফলক।

রোমান প্রজাতন্ত্র প্রায় ১৫০০ বছর ধরে প্রচলিত ছিল। এর প্রথম দুই শতক রাজনৈতিক সুস্থরতা এবং সমৃদ্ধির কারণে এদের “রোমান শান্তি”র যুগ হিসেবে অভিহিত করা হয়। অক্টেভিয়ানের বিজয়ের পর রোমান সাম্রাজ্যের পরিসর নাটকীয়ভাবে সম্প্রসারিত হয়।
২৩৫ সালে রোমান রাজনৈতিক ক্ষেত্রে প্রবল অস্থিরতা সৃষ্টি হয় এবং রোমান সিনেটে মাত্র ৫০ বছরের ভিতর ২৬ জন লোককে সম্রাট ঘোষণা করে। ডিয়ক্লেটিয়ানের শাসনকালে(২৮৪-৩০৫) দেশ চার ভাগে ভাগ করে প্রত্যেকটি অংশে একজন নির্দিষ্ট শাসনকর্তা নিয়োগ করা হয় যার ফলস্বরূপ দেশে পুনরায় সুস্থিরতা আসলেও ৩০৬ সালে প্রথম কনস্টেন্টাইন সম্রাট হিসেবে অধিষ্ঠিত হলে সকল রাজনৈতিক অস্থিরতা দূর হয়। কনস্টেন্টাইন রোমান রাজধানী বাইজেন্টাইনে স্থানান্তর করেন এবং বাইজেন্টাইনের নাম পরিবর্তন করে কনস্টান্টিনোপল রাখেন। নগরীর পতনের আগ মুহূর্ত পর্যন্ত এটি ছিল প্রাচ্যের রাজধানী।

ডিয়ক্লেটিয়ানের করা চারটি ভাগের দুটি ভাগ থেকে যায় যথা

  1. পশ্চিম রোমান সাম্রাজ্য (২৮৫-৪৭৬)
  2. পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য।

পশ্চিম রোমান সাম্রাজ্য (২৮৫-৪৭৬)

রোমান সাম্রাজ্যের পশ্চিমাংশ নিয়ে গঠিত হয়েছিল পশ্চিম রোমান সাম্রাজ্য। এর রাজধানী ছিল Mediolanum (286–402) ও Ravenna (402–476)। পূর্ব ও পশ্চিম সাম্রাজ্যের একই মর্যাদা ও ক্ষমতা ছিল অথবা পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের নামে মাত্র কর্তৃত্ব ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের উপর।

যদিও পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্য, বর্তমান সংজ্ঞায় দুটি আলাদা রাষ্ট্র ছিল। কিন্তু রোমানরা এটিকে একটি সাম্রাজ্য হিসাবেই বিবেচনা করত। তারা মনে করত যে, শুধু প্রশাসনিক সুবিধার জন্য দুটি আলাদা রাজধানী বা রাজ প্রসাদ। পরবর্তীতে ৪৭৬ সালে পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট জেনো কর্তৃক পশ্চিম রোমান সাম্রাজ্য অধিকৃত হয়।

পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য(৩০৬-১৪৫৩)

বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টিয়াম শব্দটি ঊনবিংশ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কন্সটান্টিনোপলকে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সম্রাজ্যের পতনের পরবর্তি যুগকে বিবেচনা করলেই কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। যখন এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল তখন অনেকেই একে গ্রিকদের সাম্রাজ্য নামে অভিহিত করতো, কারণ এ অঞ্চলে গ্রিক আধিপত্যই সবচেয়ে প্রকট রূপ ধারণ করেছিল। একই সাথে সেখানে গ্রিক সংস্কৃতি, ঐতিহ্য, জনগোষ্ঠী এবং মধ্যযুগীয় গ্রিক প্রথার বিস্তার ঘটেছিল। মোদ্দা কথা সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় রোমান সম্রাজ্য নামে অভিহিত করা যায় এবং এর সম্রাটদেরকে প্রাচীন রোমান সম্রাটদেরই অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা যায়। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য প্রাথমিকভাবে রূম নামে পরিচিত ছিল, মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কুরআনে একে এই নামেই উল্লেখ করা হয়েছে।

ঠিক কবে এই সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ বিশেষজ্ঞদের মধ্যেও এ নিয়ে মতভেদ আছে। অনেকের মতে রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন (রাজত্বকাল: ৩০৬ – ৩৩৭ খ্রিস্টাব্দ) ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট। সম্রাট কনস্টান্টিনই ৩৩০ খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজান্টিয়ামে সরিয়ে আনেন এবং এই শহরকে কন্সটান্টিনোপল নামে পুনর্গঠিত করেন যাকে অনেকেই নতুন রোম নামে অভিহিত করে থাকেন।

১২৯৯ সালে অঘুজ তুর্কি বংশোদ্ভূত প্রথম উসমান উত্তরপশ্চিম আনাতোলিয়ায়(বর্তমান তুরস্কের অধিকাংশ) এই উসমানীয় সালতানাত প্রতিষ্ঠা করেন। প্রথম মুরাদ কর্তৃক বলকান জয়ের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য বহুমহাদেশীয় সাম্রাজ্য হয়ে উঠে এবং খিলাফতের দাবিদার হয়। ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল জয় করার মাধ্যমে উসমানীয়রা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে।

Add a Comment