স্প্রেডশিট

স্প্রেডশিট ( spread sheet ): সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যালক (VisiCalc) স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল(Microsoft Excel), Open ofice Calc, কেস্প্রেড (Kspread) নামের স্প্রেডশিট সফটওয়ার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল (Excell)।

Add a Comment