ডিজিটাল

ডিজিটাল (Digital)- কম্পিউটারে ইলকট্রিনিক কাজকর্ম করার জন্যে যে বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয় তার নির্দিষ্ট দুটি মান রয়েছে। সুনির্দিষ্ট এই মানের একটিকে 0 অন্যটিকে 1 বিবেচনা করে বাইনারি সংখ্যা হিসেবে কম্পিউটারের ভেতরে সকল হিসেব-নিকেশ করা হয়। সম্ভাব্য সব মান ব্যবহার না করে সুনির্দিষ্ট দুটি মান দুটি অংক (Digit) এর জন্যে ব্যবহার করার প্রক্রিয়াটিকে সাধারণভাবে ডিজিটাল বলা হয়। আরও সহজ করে বললে বলা যায় যে 0 ও 1 এই দুই Digit সম্পর্কিত হিসাব নিকাশকে ডিজিটাল বলি। এখানে শূন্য আর ওয়ান বলতে বিদ্যুতের অনুপস্থিতি ও উপস্থিতিও বোঝায়। বা ভোল্টেজের নির্দিষ্ট পরিমাণকেও বোঝায় যেমন ধরা যাক +৫ ভোল্ট ও -৫ ভোল্ট। এদেরকে আবার সিগন্যাল HIGH ও LOW বলা যায়। লজিকের ক্ষেত্রে এই দুটি সংকেত কে আমরা সত্য ও মিথ্যা ধরি।

এক কথায় 0 ও 1 দিয়ে আমারা অনেক কিছু বোঝাতে পারি যাদের মাত্র দুটি অবস্থা আছে।

Add a Comment