মৌলিক অধিকার যখন বলবৎযোগ্য নয়
|বিগত প্রশ্নঃ ৩০তম বিসিএস লিখিত প্রশ্ন।
আমাদের সংবিধানই যেমন এক দিকে মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে ও তা বলবৎকরার উপায় বর্ণনা করেছে। অপরদিকে সে সংবিধানেই কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকারকে অবলবৎযোগ্য ঘোষণা করেছে। তবে তা যৌক্তিক বলেই বিবেচিত হয়। নিম্নোক্ত তিনটি ক্ষেত্রে মৌলিক অধিকার বলবৎ যোগ্য নয়।
- অনুচ্ছেদ ৪৫: কোন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংস্লিষ্ট বাহিনীতে শৃঙ্খলা রক্ষার্থে মৌলিক অধিকার বিরোধী আইন প্রণিত হলেও তা বলবৎ যোগ্য নয়।
- অনুচ্ছেদ ৪৭।(৩): গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য মৌলিক অধিকার বলবৎ যোগ্য নয়।
- অনুচ্ছেদ ১৪১গ।: সম্পূর্ণ দেশে বা দেশের কোন অংশে যখন জরুরি অবস্থা বিরাজ করে তখন মৌলিক অধিকার বলবৎযোগ্য নয়।
👉 Read More...👇