লক্ষীপুর


লক্ষীপুর জেলা

বিষয়তথ্য
অবস্থানঃ রহমত খালি নদীর তীরে
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
  • মোহাম্মদ তোয়াহা-ভাষা সৈনিক
  • নিশাত মজুমদার (প্রথম বাংলাদেশী নারী এভারেষ্ট বিজয়ী)
দর্শনীয় স্থানঃ
  • জ্বীনের মসজিদঃ দিল্লীর জামে মসজিদের নমুনায় প্রায় ২০০ বছর পূর্বে রায়পুরের ঐতিহাসিক জ্বীনের মসজিদ স্থাপিত হয়। অতি স্বল্প সময়ে একটি বিশেষ ডিজাইনের এ মসজিদটি নির্মাণের ফলে এটিকে জ্বীনের মসজিদ বলা হয়। শুধু তাই নয়, এ সময়ের মধ্যে সামনে দিঘী ও পাশে দিঘী কাটা, ইট তৈরী সাধ্যের অতীত ছিল। তিন গম্বুজ বিশিষ্ট সু-উচ্চ প্রাচীর নির্মিত মসজিদটি নীচে দক্ষিনাংশে অন্ধকার বিরাট প্রকোষ্ট রয়েছে। যাতে সারা বছর কালো পানি থাকে।
  • বয়ার চর
  • ঘাসিয়ার চর
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ
  • মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র- বাংলাদেশ বৃহত্তম এবং এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র, রায়পুর পৌরসভা, রায়পুর, লক্ষ্মীপুর
  • প্রথম আইটি সার্ভার স্টেশন
নদ-নদীঃ মেঘনা নদী, ডাকাতিয়া নদী, কাটা খালি নদী, রহমত খালি নদী ও ভুলুয়া।
অন্যান্য তথ্যঃ
  • বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালের জুন মাসে লক্ষ্মীপুর সফরে আসেন।

<- কুমিল্লা
খাগড়াছড়ি ->