মৌলিক অধিকার যখন বলবৎযোগ্য নয়

বিগত প্রশ্নঃ ৩০তম বিসিএস লিখিত প্রশ্ন।

আমাদের সংবিধানই যেমন এক দিকে মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে ও তা বলবৎকরার উপায় বর্ণনা করেছে। অপরদিকে সে সংবিধানেই কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকারকে অবলবৎযোগ্য ঘোষণা করেছে। তবে তা যৌক্তিক বলেই বিবেচিত হয়। নিম্নোক্ত তিনটি ক্ষেত্রে মৌলিক অধিকার বলবৎ যোগ্য নয়।

  1. অনুচ্ছেদ ৪৫: কোন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংস্লিষ্ট বাহিনীতে শৃঙ্খলা রক্ষার্থে মৌলিক অধিকার বিরোধী আইন প্রণিত হলেও তা বলবৎ যোগ্য নয়।
  2. অনুচ্ছেদ ৪৭।(৩): গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য মৌলিক অধিকার বলবৎ যোগ্য নয়।
  3. অনুচ্ছেদ ১৪১গ।: সম্পূর্ণ দেশে বা দেশের কোন অংশে যখন জরুরি অবস্থা বিরাজ করে তখন মৌলিক অধিকার বলবৎযোগ্য নয়।


👉 Read More...👇

Add a Comment