গণমাধ্যমের স্বাধীনতা

বাংলাদেশ সংবিধান তৃতীয় ভাগঃ মৌলিক অধিকার
অনুচ্ছেদ ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা

(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।

(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে

(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং

(খ) সংবাদপত্রের স্বাধীনতার

নিশ্চয়তা দান করা হইল।

আন্তর্জাতিক সূচক: গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক সূচক ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’-এ বাংলাদেশের অবস্থান গতবারের মতো ১৮০টি দেশের মধ্যে ১৪৬তম।
সূচকের তালিকার শীর্ষে আছে নরওয়ে। প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস বা রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্সের (আরএসএফ) সূচকে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। ভুটান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের সূচক যথাক্রমে ৯৪, ১০৬, ১১৮, ১৩১, ১৩৮ ও ১৩৯।

আইসিটি অ্যাক্টঃ আইসিটি অ্যাক্ট অনুসারে ২০১৭ সালে ২৫ সাংবাদিক ও কয়েকশত ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীকে দণ্ড দেওয়া হয়।


👉 Read More...👇

Add a Comment