উন্নয়ন বৈষম্য

দেশে বিদ্যমান বাজার অর্থনীতিতে ধনী-গরিবের বৈষম্য চরমভাবে বাড়ছে। গরীবের কাছে যাচ্ছে অল্প অংশ আর বড়লকের কাছে যাচ্ছে বেশি অংশ। গুণিজন বক্তৃতায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন- ‘অখণ্ড বঙ্গে আমরা একটা জাতীয়তাবাদী সমীকরণ সমাধান করতে পারিনি; সেটা হল ৫২ জন মুসলমান ও ৪৮ জন অমুসলমান। পাকিস্তান আমলে জাতীয়তাবাদী সমীকরণটি দাঁড়াল ৫৬ জন বাঙালি ও ৪৪ জন অবাঙলি। সমাধানে ব্যররথতার দরুন যুদ্ধ হলো এবং রাষ্ট্র ভাঙ্গল। এবার বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ২০ জন সুবিধাভোগী বনাম ৮০ জন সুবিধাবঞ্চিতের’।

মাথাপিছু গড় আয়ঃ দেশে প্রবৃদ্ধি বাড়ছে। মাথাপিছু গড় আয় বাড়ছে। কিন্তু কারও আয় হাজার হাজার ডলার কারও আয় ১০ ডলার।

উপসংহারঃ মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। আমরাও আশাবাদী। বাংলাদেশের দ্রুত উন্নয়ন ঘটছে। তবে সেই উন্নয়ন কতিপয় মানুষের হাতে কুক্ষিগত হচ্ছে। এ ব্যাপারে নীতিনির্ধারকদের সচেতন থাকা প্রয়োজন। ধনী-গরীব, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে এই উন্নয়নের অংশীদার করতে হবে, যাতে কেউ নিজেকে বঞ্চিত মনে না করে।


👉 Read More...👇

Add a Comment