বাগধারা দ,ধ

দক্ষযজ্ঞ ব্যাপার – প্রলয়কাণ্ড, চরম হট্টগোল / লন্ডভন্ড কর্মকান্ডে বিপর্যস্ত অবস্থা।
দক্ষিণের জোরে= টাকা পয়সা দিয়ে।
দন্তস্ফুট করা = কঠিন বিষয়ে প্রবেশ করা ।
দফা নিকাশ = সমূহ সর্বনাশ ।
দহলা নহলা করা = ইতস্তত করা ।
দাঁও মারা = মোটা অংকের অর্থ পাওয়া ।
দাঁতে কুটাকাটা = বিনীত হওয়া ।
দাঁতে দড়ি দিয়ে থাকা = পানাহার থেকে বিরত থাকা ।
দাঁত খিচুনি = অনর্থক ভর্ৎসনা করা ।

দাঁত তোলা/নেওয়া = প্রতিশোধ নেওয়া ।
দাঁরকাকের ময়ূরপুচ্ছ= অনুকরণের হাস্যকর চেষ্টা।
দাগাবাজ = প্রতারক ।
দানোয় পাওয়া= ভুতে পাওয়া।
দিগ্‌ধেড়েঙ্গা= বেমানান রকমের লম্বা।
দুধ ঘিয়ের শ্রাদ্ধ করা = অপব্যয়।
দু কান কাটা = বেহায়া।
দু চার কথা = আলাপ ।
দোজবরে= দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়।
দড়ি কলসি= আত্মহত্যার উপায়।
দয়ে মজানো = বিপদে ফেলা ।

দৈত্যকুলে প্রহ্লাদ – মন্দ বংশে ভালো লোক।
ধনুক ভাঙ্গা পণ – কঠিন প্রতিজ্ঞা ।
ধর লক্ষণ – যে কাজটি করতে বলা হয়নি অথচ করা যুক্তিযুক্ত সে কাজটি না করা/ অতি অনুগত ও বোকারা কর্তার ইংগিত, উদ্দেশ্য ও অভিপ্রায় না বুঝে পরিষ্কার নির্দেশ ছাড়া কোন কাজে হাত দেয়না।
ধরতাই বুলি= চালু কথা।
ধরি মাছ না ছুই পানি= কৌশলে কার্যোদ্ধার (১৮তম বিসিএস প্রিলিমিনারি)
ধর্মের ষাঁড় = সেচ্ছাচারী ব্যক্তি ।
ধর্ম পুত্র যুধিষ্ঠির = অত্যন্ত ধার্মিক ।
ধান দিয়ে লেখাপড়া শেখা= নামমাত্র খরচ।
ধামাধরা= তোষামোদকারী।
ধুয়ো তোলা= অজুহাত বের করা।
ধেয়ে নাচনি= ধিঙ্গি মেয়ে।
ধোপার গাধা = পরের জন্য খাটুনি।
ধোপার ভাঁড়ার = প্রচুর জিনিস পত্র যা ব্যবহার করা যাবে না ।
ধোপা নাপিত বন্ধ করা = এক ঘড়ে করা।
ধ্যাড়ানো = কাজ ভণ্ডুল করা ।
ধড়া-চূড়া= সাজপোশাক।


👉 Read More...👇