ব্যতিক্রম ধর্মী কিছু বাক্য সংকোচন

অগ্রপ্রশ্চাৎ ক্রম অনুযায়ী- আনুপূর্বিক
অতীতের বিষয়ের জন্য শোক প্রকাশ- গতানুশোচনা
অশ্বের চালক- সারথী
আকাশ ও পৃথিবী- ক্রন্দসী
আমার সদৃশ -মাদৃশ
ঈষৎ রক্তবর্ণ- আরক্ত
ঈষৎ উষ্ণ- কবোষ্ণ
ঈষৎ কম্পিত- আধুত
উত্তর দিক সম্পর্কিত- উদীচ্য
উদ্ভিদের নতুন পাতা- কিশলয়/ পল্বব
ঋণ দেয় যে- উত্তমর্ণ
ঋণ নেয় যে- অধমর্ণ
একই কালে বর্তমান- সমকালীন
একই সময়ে বর্তমান- সমসাময়িক
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে- তুলাদণ্ড
কৃষ্ণপক্ষের শেষ তিথি- অমাবস্যা
কাচের তৈরি ঘর- শিশমহল
ক্ষমা করার ইচ্ছা- তিতিক্ষা
গমন করতে পারে যে- জঙ্গম
ঘোড়ার গাড়ির চালক- কোচওয়ান
জাহাজের খালাসী- লস্কর
তার মতো- তাদৃশ
তোমার মতো- ত্বাদৃশ
দুই নদীর মধ্যবর্তী স্হান- দোয়াব
দুগ্ধবতী গাভী- পয়স্বিনী
ধুলার মত রং যার- পাংশুল
পড়া হয়েছে যা- পঠিত
পড়ার উপযুক্ত- পঠিতব্য
পূর্ণিমার চাঁদ- রাকা

Add a Comment