বাগধারা ঘ

ঘটিরাম = অপদার্থ , ন্যাকামি ।
ঘণ্টাগরুড়= অকর্মণ্য লোক।
ঘরের ঢেঁকি কুমির = বলিষ্ট ও ভোজন পটু অথচ অলস ।
ঘরে আগুন দেওয়া = বিবাদ বাধানো ।
ঘর থাকতে বাবুই ভিজা= সু্যোগ থাকতে কষ্ট।
ঘাটের মরা = অতি বৃদ্ধ ।
ঘাড়ে-গর্দানে= অত্যন্ত মোটা।
ঘুটে পোড়ে গোবর হাসে – অন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ, অবশেষে নিজেকে অই ধরনের যন্ত্রনা পেতে হবে।
ঘুণ হওয়া= দক্ষতা লাভ করা।
ঘু ঘু চরানো = সর্বনাশ করা ।
ঘোড়ার কামর= দৃঢ় পণ ।
ঘোড়া রোগ = অবস্থার অতিরিক্ত বিষয়ে সাধ ।


👉 Read More...👇