বাগধারা ভ

ভবতি বিজ্ঞতম ক্রমশো জন: – মানুষ ক্রমে ক্রমে বিজ্ঞ বা দক্ষ হয়ে ওঠে / গাইতে গাইতে গায়েন।
ভবী ভুলবার নয় = যাকে সহজে ভুলানো যায় না।
ভরাডুবির মুষ্টি লাভ = সব হারিয়ে সামান্য যা বাঁচে।
ভস্মে ঘি ঢালা = অপাত্রে দান করা।
ভাগার ফলা = অনুর্বর।
ভাগের মা গংগা পায়না – যে কাজ ভাগাভাগি করে করা হয় সে কাজ সূচারুরূপে হয়না বা পন্ড হয়ে যায়।
ভাদ্র মাসের তাল= প্রচণ্ড কিল।
ভানুমতির খেল = কুহক বা জাদু বিদ্যা, অসম্ভব ব্যাপার।
ভারের কলসি = স্বার্থসিদ্ধির উপায়।
ভালুক জ্বর = ক্ষণস্থায়ী জ্বর।
ভাসুর ভাদ্র-বৌ সম্পর্ক = যার সান্নিধ্য আপত্তিজনক।
ভেড়াকান্ত – নির্বোধের মত অন্যের কথায় চলে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করতে পারেনা।
ভেড়ার গোয়ালে আগুন লাগা – প্রতিকারে উপায় চিন্তা না করে হইচই করা।
ভেড়ার গোয়ালে বাছুর মোড়ল/ দূর্বা বনে খাটাশই বাঘ – বিজ্ঞ/ বুদ্ধিমান লোক নেই এমন স্থানে অল্পজ্ঞান সম্পন্ন ব্যাক্তি ও অভিজ্ঞ হিসেবে মাতাব্বরি করার সুযোগ পায়
ভিজে বিড়াল = কপটাচার।
ভিটায় ঘুঘু চড়ানো = সর্বনাশ করা।
ভিদভিদে = চাপা স্বভাব।
ভিরমি খাওয়া = মূর্ছা যাওয়া।
ভীমরুলের চাকে খোঁচা দেওয়া = ক্রোধ উদ্রেক করা।
ভীষ্মের প্রতিজ্ঞা- এমন মানুষ যিনি নিজের প্রতিজ্ঞায় অটল।
ভূতের বাপের শ্রাদ্ধ = অপরিমিত অপব্যয়, অপচয় জনক ব্যাপার।
ভূত ঝাড়া= নির্দয়ভাবে প্রহার বা গালি দেওয়া।
ভূষণ্ডির কাক= বিচক্ষণ ব্যক্তি।
ভেরেণ্ডা ভাজা = অকাজে সময় নষ্ট করা।
ভয়ে কেঁচো হয়ে থাকা= ভয়ে জড়সড় হওয়া।


👉 Read More...👇