অসমাপ্ত আত্নজীবনী কয়বার পড়ছ?
|১৩/৩/২০১৬
বোর্ড: সাদিক স্যার
১ম চয়েস: প্রশাসন
– শিক্ষায় পড়ালেখা করেছেন শিক্ষা কেন প্রথম পছন্দ না?
– এবার এগুল ইংরেজিতে বলুন।
– আপনার দেখা হয়েছে এমন কয়েকজন ডিসির নাম বলুন।
– deputy commissioner বাংলা কী?
– কেন প্রশাসক? কেন অন্য কোন নাম না?
– আপনার মা এর নাম নীলিমা। এটা দেখে তো মনে হয় অন্য ধর্মের। উনি কি অন্য ধর্মের? তার সম্পর্কে আপনি কি জানেন (এখানে ভালই পেচিয়েছে, মা যে ইসলাম ধর্মের এটা মনে হল বিশ্বাস ই করলেন না)
– নীলিমা ইব্রাহীম কে? তার পেশা কি?
– এলাকার বিখ্যাত ব্যাক্তিদের নাম।
– ক্যাপ্টেন মন্সুর আলীর পুরা নাম। উনার ডিটেইলস বল।
– উনার ছেলে মেয়ে।
– মো. নাসিম কে কখনো দেখছি কিনা
– বর্তমান মন্ত্রী পরিষদ সচিব কে?
– উনি কোন ব্লেড দিয়ে শেভ করেন?
– DC এর ৩ টা কাজ কি কি?
– কোন কোন জাদুঘরে গেসি?
– সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরের সামনে যে গাড়িটা আছে তা কার গাড়ি
– ১৯৭১ এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বল
– ১৯৪৭ থেকে ১৯৭২ পর্যিন্ত বলে যাও
– ১৯৬৬ সালের পরের বছরের ঘটনা বল
– ১৯৭২ এর সংবিধানের মূলনীতি কি কি ছিল?
– ১৯৭২ এর সংবিধান থেকে এখন পর্যন্ত ক্রমবিবর্তন গুল
বল
– ইদানিং একাডেমিক পড়ালেখার বাইরে কি কি বই পড়ছো?
– অসমাপ্ত আত্নজীবনী কয়বার পড়ছ? (এবার এখান থেকে প্রচুর প্রশ্ন করছেন একের পর এক)
– শেখ হাসিনার ভাই বোনদের নাম সিরিয়ালি বল।
– আমি কবিতার প্রথম লাইন বলব তুমি পরেরটা বলবা (৩ টা কবিতার লাইন ধরছিলেন। আমি একটাও কোনদিনও শুনি নাই)
– DU crntral library তে গেছি কিনা। কী বই খুজতে গেছি?
– শিক্ষাবিজ্ঞান কার লেখা? প্রকাশক কে?