খুলনার কয়েকজন বিখ্যাত মানুষের নাম বল?

Real viva experience 36 bcs#
date: 7.5.2017
sub: Electronics & Communication Engineering

অনেক ঝামেলার মাঝেও ভাইভাটা দিয়েই আসলাম। ভাইভার কথোপকথন
বোর্ড : আনোয়ারা ম্যাডাম
পছন্দ ক্রম: pwd,railway, radio etc

আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম।
বসতে বলার আগেই
১ম পরীক্ষক : চাকরি পাওয়ার আগেই মোড়ল হয়ে গেলে(মানে আমার পদবি মোড়ল)।
২য় পরীক্ষক : ওটা ওর পদবি কি আর করা (হাসি)আচ্ছা বস
আমি: বসে ধন্যবাদ দিলাম
আনোয়ারা ম্যাডাম: বাড়ি খুলনা
আমি: জী ম্যাম (বলে বিনয়ে গড়িয়ে পড়ার চেষ্টা করলাম)
ম্যাডাম : আচ্ছা খুলনার কয়েকজন বিখ্যাত মানুষের নাম বল?
আমি: কৃষ্ণচন্দ্র মজুমদার, প্রফুল্ল চন্দ্র রায়,ইমদাদুল হক
ম্যাডাম: ইমদাদুল হক মিলনের বাড়ি খুলনা?

আমি: না ম্যাম ইমদাদুল হক,মিলন না।
ম্যাম: আচ্ছা আরও কয়েকজনের নাম বল?
আমি: সাকিব আল হাসান উনি বৃহত্তর খুলনার বললাম,প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ঊপদেষ্টা ড. মশিউর রহমানের নাম বললাম
ম্যাম: আরও বল
আমিতো আর খুঁজে পাচ্ছিনা
ম্যাম: আগে প্রতিমন্ত্রী ছিলেন
আমি: বেগম মুন্নুজান সুফিয়ান
ম্যাম: উনি কি বিখ্যাত নন
আমি: জী ম্যাম । ( এবার ভাবিলাম নারায়ণ চন্দ্র চন্দ বাবুর নামটা বলে দি কিন্তু বললাম না
ম্যাম: উনি কোন দল করেন
আমি: আওয়ামী লীগ
ম্যাম; উনি আলাদা একটা দলের
আমি: শ্রমিক লীগ

ম্যাম: হ্যাঁ উনি শ্রমিক নেতা
আমি: জী ম্যাম
ম্যাম: বল ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট খুলনার একজন মারা যায় উনার নাম কি
আমি: ( অসমাপ্ত আত্নজীবনিতে পড়েছিলাম আবু নাসের খুলনা থাকে,তা হলে উনিই হবেন) শেখ আবু নাসের।
ম্যাম: উনি কে
আমি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই
ম্যাম: ছোট ভাই?
আমি: জী ম্যাম ( বিনয়ের সুরে)
১ম পরীক্ষক: ইঞ্জিনিয়ারিং ত পড়েছ অনার্সে তার আগে ত বাংলা পড়েছ তাইনা
ম্যাম: বাংলা ইংরেজি সব পড়েছে

১ম পরীক্ষক : মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেছেন সেটি কি বলতে পারবা?
আমি:( মনে মনে বলিলাম ইঞ্জিনিয়ারিং এর বিষয়য়ের চেয়ে এগুলোই-ত শ্বার এতদিন বেশি পড়লাম) জী শ্বার,মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন।এছাড়া শ্বার উনি অনেক ধারারও প্রবর্তক।তিনি অমিত্রাক্ষর ছন্দের সূচনা করেন,প্রথম মহাকাব্য রচনা করেন,প্রথম সার্থক নাটক ও তিনিই লেখেন
শ্বার: মহাকাব্য কতপ্রকার বলতে পারবা
আমি:
শ্বার দুই প্রকার।জাত মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্য
শ্বার: জাত মহাকাব্য কি?
আমি: যে সকল মহাকাব্য সরাসরি ধর্মীয় কাহিনী আর সাহিত্যিক মহাকাব্য তে লেখকের চিন্তা মিশে থাকে
১ম পরীক্ষক : কাব্য আর মহাকাব্যের পার্থক্য কি?
আমি: শ্বার মহাকাব্য এক ধরনের কাব্য,তবে মহাকাব্যের কলেবর অনেক বেশি বিস্তৃত। মহাকাব্য স্বর্গ মর্ত্য পাতাল তিন কাল জুড়ে বিস্তৃত থাকে

১ম পরীক্ষক: হ্যাঁ মহাকাব্যের বিস্তৃতি অনেক বেশি
এই পর্যন্ত ছিল মজার। এরপর শুরু হল ঝাড়ি
ম্যাম: তোমার ফরমে ইঞ্জিনিয়ারিং এর জায়গায় সংক্ষেপে তুমি engg. লিখেছ,engineering এ দুটো e কেন,এটা কোথায় পাইছো
আমি: ( কি বলব সব জায়গায়-ত প্রায় এমনই দেখেছি এটা ত আর বলা যাচ্ছেনা) সরি ম্যাম এখন থেকে একটা e দিব
ম্যাম: বর্তমানের বিদ্যুৎ উৎপাদন কত
আমি: ম্যাম প্রায় ১৪০০০ মেগাওয়াট
ম্যাম: আগে কত ছিল
আমি: ম্যাম বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় ছিল প্রায় ৫০০০ মেগাওয়াট
ম্যাম: এই যে কোথায় যেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে
আমি: পাবনার রূপপুরে

ম্যাম: হ্যাঁ,সেখানে কত বিদ্যুৎ উৎপাদন হবে
আমি: ম্যাম ২১০০ মেগাওয়াট
ম্যাম: আচ্ছা এই বিদ্যুৎ উৎপাদনের পর কি লাভ হবে?
আমি: ম্যাম রূপপুর পারমানবিক কেন্দ্র আরর রামপাল বিদ্যুৎ কেন্দ্র ( চালাকি করে রামপালের নাম বললাম দেখি এখান থেকে কিছু ধরে কিনা) চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি
(ঘাটতি বলায় ম্যাম লাফিয়ে উঠল
ম্যাম: ঘাটতি কেন,এখন কি ঘাটতি নাকি( ঘাটতি বলায় মনে হয় রামপালের কথা ভুলে গেছে)
আমি: না ম্যাম ঘাটতি না বর্তমানে যে বিদ্যুৎ আমরা বিদেশ থেকে আমদানি করি সেটা আনার আর প্রয়োজন হবে না।(মনে মনে বললাম ম্যাম লোডশেডিং এর পাল্লায়-ত পড়েন না তা বুঝবেন কি যখন হাত পাখার বাতাস খেতে খেতে হাত ব্যথা হয়ে যায়)
ম্যাম: আমরা কোন দেশ থেকে বিদ্যুৎ নিয়ে আসি?
আমি: ভারত

২য় পরীক্ষক (এই ভদ্রলোক মহোদয় কেন জানি মনে হল আমার উপর রাগ,পরে জানলাম সবার সাথেই মোটামুটি ওনার রাগ): আচ্ছা ১ লা বৈশাখ ভৈরবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কি? পরে বললেন না কয়দিন আগে যে ঝড় সেটার কথা বল
আমি: শ্বার ঝড়ে জাতীয় বিদ্যুৎ এর গ্রিড লাইন চ্যুত হওয়ায় সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়( আন্দাজের উপর)
শ্বার: কতদিন লেগেছিল ঠিক হতে?
আমি:( কতদিন লেগেছিল তাত জানিনা) শ্বার দিন নয় কয়েক ঘণ্টার মধ্যে সাইড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়।
শ্বার: তুমি-ত electrical e
আমি: না শ্বার electronics( আসলে electrical ar electronics যাই হোক ভদ্রলোকের মনে হয় এ ব্যাপারে ধারনা কম,
এবার শুরু করলেন মন্ত্রণালয় নিয়ে)
শ্বার: বল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কয়টি বিভাগ
আমিত কট: শ্বার গণপূর্ত তে তিনটি বিভাগ রয়েছে( আমিত শুধু গণপূর্ত এর ওয়েবসাইট দেখে গেছি)
শ্বার: না গণপূর্ত বিভাগ না ওই মন্ত্রণালয়ে কয়টি বিভাগ
আমি একটু পেঁচাই কাজ হয় না শেষে সরি বললাম
দেখি শ্বার মহা-খুশি

শ্বার:pwd কোন সালে প্রতিষ্ঠিত
আমি? শ্বার এটি ২০০ বছরের আগে
শ্বার: এর কাজ কি
আমি: শ্বার সরকারি অফিস স্থাপনা,পার্ক রক্ষণাবেক্ষণ করা
শ্বার: সরকারি ভবন কারা নির্মাণ করে
আমি: (pwd এর ওয়েবসাইট এ আছে pwd মেইনলি রক্ষণাবেক্ষণ করে তবে নির্মাণ ও করে) কিছু না বুঝে বললাম শ্বার lgrd.
শ্বার: না মোটেও না।এসব কাজ pwd করে।তুমি-ত এই মন্ত্রণালয়ের কিছুই জানিনা ।কিভাবে কাজ করবা ( আমি আর কি করব বলদের মত না হ্যাঁ না ভাবে স্যারের মুখের দিকে চেয়ে থাকলাম)
ম্যাম: বলত কোন দেশে জনগণের বিদ্যুৎ বিল দিতে হয়না

আমি: ( আমি কোথায় পড়েছি কিন্তু মনে নেই) ম্যাম আমি পড়েছি কিন্তু মনে নেই( তখন মনে পড়ল এ ধরনের কথা বলা যাবে না)
১ ম পরীক্ষক : না যানাই থাকতে পারে এটা কোন দোষের না।
ম্যাম: ইরানে।আচ্ছা বাংলাদেশের কয়েকজন প্রকৌশলীর নাম বলেন?
আমি: ( আসলেই মনে নেই তা কি বলব,আগের শ্বার যেভাবে মাথা হ্যাং করে দিছে) আমতা আমতা করে এফ আর খান,আর পারিনি
ম্যাম: অপরাজেয় বাংলার স্থপতি কে
আমি(এটাও মনে আসছিল না পরে মনে করে) হামিদুর রহমান( নিজেরই বিশ্বাস হচ্ছিল না হল কিনা)
ম্যাম: (কপাল কুচকিয়ে) হামিদুর রহমান ( মানে উনিও কনফিউজড)
আচ্ছা আমাদের ওই স্মৃতিসৌধ এর স্থপতি
আমি: মইনুল হোসেন

ম্যাম(১ম পরীক্ষকের দিকে তাকিয়ে) : আচ্ছা ও যাক কি বলেন
১ ম পরীক্ষক: আচ্ছা মোড়ল তুমি যাও
আমি আমার তল্পিতল্পা গুছিয়ে দন্ত বের করে সালাম দিয়ে পশ্চাদ্দেশ তাদের দিকে না ফিরিয়ে বের হতে লাগলাম।
বলতে শুনলাম ১ম পরীক্ষক ম্যামকে বলছেন: সে প্রশাসনে আসবে না ইঞ্জিনিয়ার ই হবে
এটার মানে খারাপ বুঝে যদি ফেল করিয়ে দেয় তাহলে সব গেল।আর পাশ করলে-ত আলহামদুলিল্লাহ।
রিজিকের মালিক আল্লাহ। পাস ফেল তার হাতে।সবাই দোয়া করবেন আমার আব্বু অসুস্থ, গত পরশুদিন উনি স্ট্রোক করেছেন। আমি আজ প্রায় তিনদিন না ঘুমানো। কাল রাতে আসলাম খুলনা থেকে,আজ আবার চলে যাচ্ছি খুলনা, এখন বাসে আছি। কিছুই ভাল লাগছেনা কারণ আব্বু হাসপাতালে। এই গ্রুপের অনেক হেল্প পেয়েছি তাই ভাবলাম বসে চিন্তা না করে ভাইভার অভিজ্ঞতাটা শেয়ার করি,কারো উপকার হতেও পারে আবার নাও পারে। ধন্যবাদ সকলকে।

Add a Comment