কেন পুলিশে আসতে চাও,পুলিশতো দুর্নীতি গ্রস্থ?

সাইদুল ইসুলাম
বিষয়:গনিত(কবি নজরুল সরকারি কলেজ)
৩৮তম বিসিএস
বোর্ডঃ আবুল কালাম আজাদ স্যার।

পছন্দঃপুলিশ,এডমিন,আনসার

প্রাসঙ্গিক কথা,
১. ভাইবার আগের রাতে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি-টোয়েন্টি ম্যাচ ছিল(১০০০তম ম্যাচ, বাংলাদেশ জিতেছিল)।
২.ভাইবা কালীন(সপ্তাহে) সময়ে পুলিশের একজন এস.পি ক্লোজ হয়েছিল তার কৃতকর্মের জন্য।
৩.আমি দাড়িসহ ভাইবা দিতে গিয়েছিলাম।
৪. স্যার যতগুলো প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্নের আগে হয় বাংলায় প্রেক্ষাপটের ব্যাখ্যা করে ইংরেজিতে প্রশ্ন করেছেন অথবা ইংরেজিতে প্রেক্ষাপট বাংলায় প্রশ্ন।আলোচনা টাইপ প্রশ্ন ছিল বেশি,কিছু কুইজটাইপও ছিল।(আমি সব বাংলায় তুলে দিলাম)

প্রশ্ন-উত্তর
1. introduce yourself
-ক্রিকেট নিয়ে আসছিলাম এখানে,স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম এই সেই।

2.তুমি ক্রিকেট পছন্দ করো,ক্যাপ্টেন্সিও করেছো বলোত,গতকাল, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার কততম টি-টুয়ান্টি ছিল?বাংলাদেশের কততম জয় ছিল এটা?(ইংরেজিতে)

৩.ওয়াসিম আকরাম কে?(ইংরেজিতে)

৪.তার সর্বোচ্চ রান কত,উইকেট কত?(ইংরেজিতে) -পারিনি

৪.তুমি একজন জন ধার্মিক মানুষ হয়ে কেন পুলিশে আসতে চাও,পুলিশতো দুর্নীতি গ্রস্থ?(এখানে তিনিই অনেক কথা বলেছেন,ঐ এস.পি সাহেবের কথা আরো অনেক)

-আমিও অনেক কথাই বলেছি,সাম্প্রতিক সময়ে ৩৬তম এ.এস.পিদের পাসিং আঊট প্যারেডে মাঠে থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছিলাম,তার রেফারেন্স, এস.আই নিয়োগসহ, নিযোগের স্বচ্ছতা নিয়েও অনেক কথা বলেছিলাম)।
অনেক উত্তরই ওনার পছন্দ হয়নি।

৬. land boundary agreement কবে সাইন হয়? কবে কার্যকর হয়?

৭.এত দেরি হল কেন? এর আইনি ভিত্তি কি?
-এর উত্তরটা ভাইবা বোর্ডে আমার করা সেরা উত্তর (আমার মতে),স্যারও খুশি হয়েছিলেন।

৮.LOC কি?

৯.লাইন অফ কন্ট্রোল আর সীমানার মধ্যে পার্থক্যের কি?
-এলোমেলো উত্তর দিয়েছিলাম,পরে সরি বলেছি।

এক্সট্রানালঃ
৯.পুলিশের কাজ কি?

১০.পুলিশ কোন আইনে চলে?

১০.এটি কত সালে প্রনিত হয়?

১২.স্বাধীনতার পরে এর কোন এমেন্ডমেন্ড হয়েছে কি?

১৩.পুলিশের বিশেষায়িত সংস্থাগুলো কি কি?

১৪.গতকাল এসপিকে ক্লোস করা হয়েছে এইটা নিয়ে অনেক গল্প তর্ক আলোচনা।

চেয়ারম্যান স্যার,
১৫.প্রধানমন্ত্রীর জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিরসনে যে ৪ দফা দিয়েছে তা বলেন
-তিনটা বলার পরে থেমে গিয়ে আবার চতুর্থটা বলেছি।
মাজে কিছু মিসিং হতে পারে,একটা প্রশ্নই বুজিনি সরি বলেছিলাম,পরে অন্য প্রশ্ন করেছেন।

সাইদুল ইসলাম
উপ-পুলিশ পরিদর্শক, পিবিআই,ঢাকা।

Add a Comment