চতুর্থ বিশ্ব
|পাশ্চাত্যের শিল্পোন্নত দেশগুলোকে বলা হয় প্রথম বিশ্ব। বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রগুলোকে দ্বিতীয় বিশ্ব। বাকি থাকে উন্নয়নশীল ও অনুন্নত দেশ। এগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। অস্ট্রিয়ান শিক্ষাবিদ পোল্টড কোহর তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে (Least Developed Country-LDC) চতুর্থ বিশ্ব হিসাবে অভিহিত করেছেন।