লাইবেরিয়া
|আফ্রিকা মহাদেশের সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র হল- লাইবেরিয়া।
লাইবেরিয়া শব্দের অর্থ- মুক্ত ভূমি।
লাইবেরিয়ার রাজধানী- মনরোভিয়া।
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত।
লাইবেরিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট-অ্যালেন জনসন সারলিফ। তিনি লাইবেরিয়ার লৌহ মানবী হিসেবে পরিচিত।
নাইজেরিয়ায় নির্বাসিত চার্লস টেইলর যে দেশের গৃহযুদ্ধের নায়ক ছিলেন- লাইবেরিয়া
মুদ্রা- লাইবেরিয়ান ডলার