চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক

১৯৯৯ সালে মার্কিনযুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে গঠিত জোট ন্যাটো যুগোশ্লাভিয়াস্থ চীনা দূতাবাসে বিভিন্ন দিক হতে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তিনজন সাংবাদিক নিহত হয় ও অনেক আহত হয়। এতে চীনের জনগন অত্যন্ত ক্ষুব্ধ হন। ২০০০ সালে কংগ্রেসে আইন পাস করে চীনকে এর ক্ষতিপূরণ দেওয়া হয়।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক পর্যক্ষণ বিমান চীনের আকাশ সীমায় পৌঁছায় ও হুনান প্রদেশের সামরিক ঘাটিতে অবতরণ করে। এতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। এবারও চীনের কাছে যুক্তরাষ্ট্র ক্ষমা প্রার্থনা করে।

নাইন-ইলেভেনের হামলার পর দুদেশ একত্রে সন্ত্রাস মোকাবেলায় অঙ্গীকার করে।

পেপার থেকে
চীনকে উপহার দিয়েই যাচ্ছেন ট্রাম্প


👉 Read More...👇
🡸 🡺

Add a Comment