CPTTP

এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ১২টি দেশের অংশীদারিত্বমূলক বাণিজ্য চুক্তির নাম Trans Pacific Partnership বা TPP. এ চুক্তিতে সদস্যদেশগুলোর জন্য দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার কথা উল্লেখ আছে। ২০১৬ সালে এ চুক্তির খসরা স্বাক্ষরিত হয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যায়। ২০১৮ সালে চিলির সান্তিয়াগোতে যুক্তরাষ্ট্রকে ছাড়া অবশিষ্ট ১১টিদেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। ৩০ডিসেম্বর ২০১৮ থেকে এ যুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া এ চুক্তির নামকরণ করা হয় Comprehensive and progresive Agreement for Trans-Pacific Partnership(CPTTP বা TPP-11) এর সদস্যদেশগুলো হল-
ABC MS VC MN PJ
অস্ট্রেলিয়া, ব্রুনাই, চিলি, মালয়েশিয়া, সিংগাপুর, ভিয়েতনাম, কানাডা, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, জাপান।

Add a Comment