ন্যাটো (NATO)

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ( North Atlantic Treaty Organisation বা NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। (২১, ১৭, ১৬ তম বিসিএস প্রিলিমিনারি) ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। যেখানে সদস্যভূক্ত যেকোনো দেশের উপর অন্য কেউ আক্রমণ আসলে অন্য সদস্যরা তাদের নিজেদের উপর আক্রমণ বলে মনে করে আক্রান্তের পাশে দাঁড়াবে। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সকল দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ।

ন্যাটোর বর্তমান সদর দপ্তর যদিও বেলজিয়ামের ব্রাসেলসে, পূর্বে এর সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিসে। এর দাপ্তরিক ভাষা ইংলিশ ও ফ্রেঞ্চ। ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে। তিনি ১৯৪৯ সালে বলেন যে, “এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল রাশিয়ানদের দূরে রাখা, আমেরিকানদের কাছে আনা এবং জার্মানদের দাবিয়ে রাখা”। জেন্‌স্‌ স্টলটেনবার্গ বর্তমান ন্যাটো মহাসচিব-রূপে দায়িত্ব পালন করছেন।

আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া তুরস্কও এই জোটের সদস্য। প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি। এই সামরিক জোটের এস্যোসিয়েট সদস্য দেশ রাশিয়া সদস্য নয়। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক ও আলবেনিয়া মুসলিম দেশ। ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ২৯। সর্বশেষ যোগ দেয় মন্টিনেগ্রো, যোগদান করে ৫জুন, ২০১৭। (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)

১৯৮৯ সালে বার্লিন দেয়াল ভেঙ্গে ফেলা হলে ন্যাটো যুগোস্লাভিয়ার দিকে মনোনিবেশ করে। এর পরিপ্রেক্ষিতে ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত বসনিয়ায় ন্যাটো মধ্যস্ততামূলক সামরিক অভিযান চালায় এবং পরে ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ায় অভিযান চালায়।

Add a Comment