অস্ট্রিয়া
|অস্ট্রিয়ার রাজধানী- ভিয়েনা যে নদীর তীরে অবস্থিত- দানিয়ুব।
ইউরোপের প্রবেশদ্বার বলা হয়- ভিয়েনাকে।
সিগমন্ড ফ্রুয়েড বলা হয় অস্ট্রিয়ার অধিবাসীকে।
Classical Music এর মাতৃভূমি বলা হয় -ভিয়েনাকে।
প্রথম পোস্টালকার্ড চালু করে – অস্ট্রিয়া।
হিটলারের জন্ম এই অস্ট্রিয়ায়।
অস্ট্রিয়ার ভাষা –জামার্নী।
অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্সকে হত্যার কারণে ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়।
আইনসভা হল পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ।
OPEC / IAEA / CTBTO/ UNIDO / UNODC প্রভৃতি সংস্থার সদর দপ্তর হল ভিয়েনায়।
জাতিসংঘের ৪র্থ মহাসচিব কুট ওয়াল্ড হেইম যে দেশের অধিবাসী- অস্ট্রিয়া। তিনি পরবর্তীতে ১৯৮৬ সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আল্পস পর্বতমালার কিছু অংশ অস্ট্রিয়াও আছে।