জলপ্রপাত
বিখ্যাত জলপ্রপাত(waterfall) সমূহ
প্রশ্ন: অ্যাঞ্জেল (উচ্চতা ৮০৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? ভেনিজুয়েলা ।
প্রশ্ন: মঙ্গেফসেন (উচ্চতা ৭৭৪ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? নরওয়ে ।
প্রশ্ন: কিউকুয়েনা (উচ্চতা ৬১০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? ভেনিজুয়েলা ।
প্রশ্ন: উটিগার্ড (উচ্চতা ৬০০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? নরওয়ে ।
প্রশ্ন: সাদারল্যান্ড (উচ্চতা ৫৮০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? নিউজিল্যান্ড ।
প্রশ্ন: টাকাকো (উচ্চতা ৫৬৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? ব্রিটিশ কলোম্বিয়া ।
প্রশ্ন: রিবন ইয়োসিমাইট (উচ্চতা ৪৯১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? ক্যালিফোর্নিয়া ।
প্রশ্ন: আপার ইয়োসিমাইট (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক্যালিফোর্নিয়া ।
প্রশ্ন: কিং জর্জ (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? গায়ানা ।
প্রশ্ন: গ্যাভার্নি (উচ্চতা ৪২১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? ফ্রান্স ।
প্রশ্ন: তুগেলা (উচ্চতা ৪১০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্ন: ভিটিসফোস (উচ্চতা ৩৬৬ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? নরওয়ে ।
প্রশ্ন: স্টবাক (উচ্চতা ৩০০মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? সুইজারল্যান্ড ।
প্রশ্ন: মিডল কাসকেড (উচ্চতা ২৭৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক্যালিফোনিয়া ।
প্রশ্ন: গারসোপা (উচ্চতা ২৫৩ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? ভারত ।
প্রশ্ন: নায়াগ্রা (উচ্চতা ১৬৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র ।
প্রশ্ন: বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ? অ্যাঞ্জেল ।
প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি ? নায়াগ্রা ।
প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ? পানামা খাল ।
প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে ? জাম্বিয়া ও জিম্বাবুয়ে ।
প্রশ্ন: অ্যাঞ্জেল কোন নদীর জলপ্রপাত ? রিও কেরনি ।
প্রশ্ন: পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি ?
গুয়রাইয়া, উচ্চতাঃ ১৩০ ফুট ।
প্রশ্ন: গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমান পানি পতিত হয় ?
৪,৭০,০০০ কিউসেক ।