এক কক্ষ বিশিষ্ট আইনসভা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে 1 টি।

আইনসভা যখন একটি মাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। যেমন বাংলাদেশের জাতীয় সংসদ।

আইসল্যান্ডআলথিং/ অ্যাসেম্বলি অফ অল
আলবেনিয়াকুভেনডি
ইউক্রেনভারখোরনা রাডা
ইন্দোনেসিয়াপিপল্স কনসাল্টেটিভ অ্যাসেম্বলি।
ইরানমজলিস/ অ্যাসেম্বলি
ইসরাইলনেসেট/ অ্যাসেম্বলি
উত্তর কোরিয়াসুপ্রিম পিপল্স অ্যাসেম্বলি।
এস্তোনিয়ারিজিকোন্ড
কিউবান্যাশনাল অ্যাসেম্বলি অফ পিপলস পাওয়ার
কুয়েতন্যাশনাল অ্যাসেম্বলি অব কুয়েত
কেপভার্দেপিপল্স ন্যাশনাল অ্যাসেম্বলি।
কোস্টারিকালেজিসলেটিভ অ্যাসেম্বলি
ক্রোয়েশিয়াসাবোর/ অ্যাসেম্বলি
গুয়েতেমালাকংগ্রেস অফ দ্য রিপাবলিক
গ্রানাডাহাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
গ্রিসহেলেনিক পার্লামেন্ট
চিলিন্যাশনাল কংগ্রেস
চীনন্যাশনাল পিপলস কংগ্রেস
জার্মানিরাইখস্ট্যাগ।
জায়ারেন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল।
ডেনমার্ক ফলকেটিং (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)
ডোমিনিকাহাউজ অব অ্যাসেম্বলি
তাই্ওয়ানউয়ান।
তুরস্কগ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
দক্ষিণ কোরিয়ান্যাশনাল অ্যাসেম্বিলি
নরওয়েস্টরটিনগেট/ গ্রেট অ্যাসেম্বলি
নিউজিল্যান্ডহাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
পর্তুগালঅ্যাসেম্বিলি অব দি রিপাবলিক
পাপুয়া নিউগিনিন্যাশনাল পার্লামেন্ট
ফিনল্যান্ডপার্লামেন্ট/ এডুসকুন্টা
ফিলিস্তিনপার্লামেন্ট
বতসোয়ানাপার্লামেন্ট
বাংলাদেশজাতীয় সংসদ/ হাউস অফ দ্য নেশন
বারকিনা ফাসোন্যাশনাল অ্যাসেম্বিলি
বুলগেরিয়ান্যাশনাল অ্যাসেম্বিলি
ভানুয়াতুপার্লামেন্ট
ভিয়েতনামন্যাশনাল অ্যাসেম্বিলি
মঙ্গোলিয়াস্টেট গ্রেট খুরাল
মন্টিনিগ্রোপার্লামেন্ট
মরিশাসন্যাশনাল অ্যাসেম্বিলি
মালডোভাপার্লামেন্ট
মালদ্বীপমজলিস/ পার্লামেন্ট
মাল্টাহাউস অব রিপ্রেজেটেটিভ
মেসিডোনিয়াসব্রেন অ্যাসেম্বিলি
রুমানিয়াগ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
লাটভিয়াসাইমা
লিচেনস্টাইনডায়েট
লিথুনিয়াসিসাম/সাইমাস
লিবিয়াজেনারেল পিপল্স কংগ্রেস।
লুক্সেমবার্গচেম্বার অব ডেপুটিস
লেবাননমজলিস-উন-নওয়াব/ অ্যাসেম্বলি অফ ডেপুটিস
শ্রীলঙ্কাপার্লামেন্ট
সাইপ্রাসহাউজ অব রিপ্রেজেন্টেটিভ
সামোয়াফোনো
সার্বিয়ান্যাশনাল অ্যাসেম্বিলি
সিঙ্গাপুরপার্লামেন্ট
সিরিয়াপিপল্স কাউন্সিল।
সুইডেনরিক্সড্যাগ।
সেইন্ট ভিনসেন্ট এবং নেভিসন্যাশনাল অ্যাসেম্বিলি
সিচেলিসপিপল্স কাউন্সিল।
সৌদি আরবমজলিস-এ-শূরা
স্লোভাকিয়ান্যাশনাল কাউন্সিল
হাঙ্গেরিন্যাশনাল অ্যাসেম্বিলি

দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা
গুরুত্বপূর্ণ কিছু দেশের আইনসভার নাম

Add a Comment