Twitter

টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা। এটি তৈরি করেন Jack Dorsey, Noah Glass, Biz Stone, এবং Evan Williams ২০০৬ সালের মার্চ মাসে, আর অনলাইনে আসে (Launch) জুলাই মাসে। টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে। ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ ১৪০ Character-এর মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান-প্রদান করতে হয়। তবে ৭ নভেম্বর,২০১৭ এই Character-এর সংখ্যা দ্বিগুন করে ২৮০ করা হয়েছে। কিন্তু জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় এ সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ ঐ সমস্ত ভাষায় ১৪০ Character-এ সীমাবদ্ধ থাকতে হবে। এই ছোট বার্তাকে বলা হয় টুইট (tweet)। টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সে সদস্যকে অনুসরণ বা Follow করতে পারেন। কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় follower বা অনুসারী।

Add a Comment