E-Governance

ই- গভরনেন্স(E-Governance) হল ইলেক্ট্রনিক সরকার বা শাসন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে প্রশাসন ব্যাবস্থাকে উন্নত করাকে ই-প্রশাসন বা E-Governance বলা হয়। ই-গভরনেন্সের মডেলটি এক প্রকার ওয়ান স্টপ পোর্টাল। এ ব্যবস্থায় ওয়ান স্টপ সার্বিসের মত এক জায়গা থেকে সকল প্রকার সেবা প্রদান নিশ্চিত করা হয়। ১৯৯০ সালের শেষের দিক থেকে E-Governance শব্দটির ব্যবহার শুরু হয়।

UNDP এর মতে,’ই- গভরনেন্স হল ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে কার্যকর, দ্রুততর এবং স্বচ্ছ করার একটি প্রক্রিয়া।’

শাসন ব্যবস্থার সকল কর্মকান্ডে ICT ব্যবহার নিশ্চিত করাই E-Governance লক্ষ্য।

Add a Comment