হটস্পট
|হটস্পট(Hotspot) এক ধরনের ফিজিক্যাল লোকেশনে যেখানে অনেকে wireless local area network (WLAN) এর সাহায্যে ইন্টারনেটে ঢোকে। কোন রাউটারে Access Point কনফিগার করে, তাতে ইন্টারনে সংযোগের ব্যবস্থা করে হটস্পট তৈরি করা যায়।
আবার অনেক স্মার্ট ফোনেও হটস্পট তৈরি করে অপর ফোনকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়া যায়। সেক্ষেত্রে তাদেরকে একই ওয়াইফাই নেটয়ার্কের অধীনে থাকতে হবে।