Facebook

বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক। ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ (Mark Zukerberk) (জন্ম মে ১৪, ১৯৮৪) ও তার চার বন্ধু Eduardo Saverin, Andrew McCollum, Dustin Moskovitz, and Chris Hughes এদের হাতে সূচিত হয় ফেসবুকের। এর প্রধান অফিস ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে

শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও পরে সবার জন্য উন্মুক্ত করা হয় ও ধীরে ধীরে বিভিন্ন সুবিধা যোগ করা হয়। আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে এখন ফেসবুক ব্যবহার করেন । ১৩ বছরের বড় যে কেউ বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলি প্রকাশ, আদান-প্রদান ও হালনাগাদ করতে পারেন। এছাড়া এতে অডিও ও ভিডিও প্রকাশ করা যায়। ফেসবুকে যেকোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ যেমন খুলতে পারে, তেমনি সমমনা বন্ধুরা মিলে চালু করতে পারে কোনো গ্রুপ।

www.stastica.com এর রিপোর্ট মার্চ-২০১৫, অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৪১৫ মিলিয়ন।

Add a Comment