ভৌগোলিক নামের পূর্বে The এর ব্যবহার
|১.
যদি কোন দেশের নাম Plural হয় বা states, kingdom, or republic ইত্যাদি শব্দ যুক্ত থাকে তাহালে The বসবে। যেমন-
China is a socialist state. The ব্যবহার হয় নি।
Have you ever been to the Netherlands? Plural নামের আগে The এর ব্যবহার।
অনুরূপভাবে, The people’s republic of Bangladesh, The United States, The United Kingdom, The Philipines ইত্যাদি।
২.
মহাদেশ, পর্বত, দ্বীপ, হ্রদ, সিটি শহর, রাজ্য, ইত্যাদির পূর্বে The ব্যবহার হবে না। যেমন-
মহাদেশের নাম- North America, Asia, Africa
পর্বত – Mount Everest
দ্বীপ – Vola, Monpura, Hatiya, Nijhum
শহর- Rangpur, Rajshahi
রাজ্য- Asam, Andhro Prodesh
হ্রদ- Foyes Lake, Kaptai
৩.
তবে The ব্যবহার করতে হবে যদি-
ক) গ্লোবের উপরের কোন বিন্দু/স্থানকে বুঝাতে The Equator, The North Pole,
খ) পর্বত শ্রেণীর নাম বুঝাতে – The Andes
গ) দ্বীপপুঞ্জের নাম বুঝাতে – The Pacific Islands
ঘ) এক গুচ্ছ হ্রদকে বুঝাতে – The great lakes.
ঙ)দিক উল্লেখ করে কোন ভৌগোলিক স্থানের নাম – The East, The Midwest
চ) মহাসাগর, সাগর, উপসাগর ও নদী বুঝাতে – The Atlantic Ocean, The Bay of Bengle,The Nile River, The Padma.
ছ) মরুভূমি ও পেনিনসুলার নামের পূর্বে – The Mojave Desert, The Balkan Peninsula
অর্থাৎ একটি করে দ্বীপ, পর্বত বা হ্রদ বুঝালে The বসে না।
৪.
streets, avenues, lanes, roads, and boulevards(বিথীকা, দুই পাশে বৃক্ষরাজি শোভিত রাস্তা), Park ইত্যাদির নামের পূর্বে The বসে না। কিন্তু যদি Street এর পরিবর্তে Road শব্দটি বসে তাহালে The বসবে।
Bijoy Soroni,Ramna Park, Manikmiya Avenue.
Go along the green road. – রোড শব্দের কারনে The এর ব্যবহার।
৫.
highways, parkways, freeways, expressways, and turnpikes(কুঁতদ্বার; মাসুল আদায়ের ফটক) ইত্যাদির আগে The ব্যবহার হয় । যেমন – The Metropolitan Expressway, The Lincoln Highway।
কিন্তু হাইওয়ের সাথে যদি কোন সংখ্যা থাকে তাহালে The বসবে না- যেমন – Highway 25, Route 36.