The Word “SO” Adverb
|1. So = to such a great degree(অধিক পরিমাণে)
Don’t look so angry. (এত রাগ দেখাইয়ো না)
There’s no need to worry so. (এত চিন্তা করার কিছু নেই)
2. So = very; extremely (খুব বা চরমভাবে)
I’m so glad to see you. (আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি)
We have so much to do.( আমাদের অনেক কাজ করতে হবে)
3. not so… (as…) (used in comparisons) not to the same degree(ভিন্ন ডিগ্রির মধ্যে তুলনা করতে)
It wasn’t so good as last time.( এটা অতটা ভাল ছিল না, যতটা ভালছিল গতবারেরটা = এটা গতবারের মত ভাল ছিলনা । )
It’s not so easy as you’d think.( এটা অতটা সহজ না যতটা তুমি ভাবছ। )
4. only so much/many = used to say that there are limits to something(কোনকিছুর সীমিত সংখ্যা বুঝাতে)
There are only so many hours in your working day – you cannot possibly do all the work.(তোমার কাজের দিনগুলোতে তুমি কয়েক ঘন্টা/সীমিত সংখ্যক ঘন্টা পাবে, সম্ভবত তুমি সকল কাজ করতে পারবে না)
5. So = used to show the size, amount or number of something(কোনকিছুর আকার পরিমাণ, বা সংখ্যা দেখাতে)
The fish was about so big ({ দুই হাত দিয়ে দেখিয়ে} মাছটি ছিল অনেক বড়).
6. আগে বলা হয়েছে এরকম কথার উল্লেখ করতে
A: Is he coming?(সে কি আসতেছে?)
B: I hope so. (আমিতো সেরকমই আশা করি)
They asked me to call them and I did so(তারা আমাকে বলেছিল তাদেরকে ডাকতে, আমি ডেকেছি)
7. So = also
Times have changed and so have I.(সময় পরিবর্তন হয়েছে এবং আমিও)
Teacher: I prefer the first version.(আমার প্রথম ভার্সনটা ভাল লাগে)
Students: So do we.(আমাদের ও)
8. বিস্ময়ের সাথে কোন সত্য ঘটনা মেনে নিতে
A: You were there, too.(তুমিও তো সেখানে ছিলে।)
B: So I was—I’d forgotten.( ঠিক আছে ছিলাম! আমি ভুলে থাকতে পারি)
A: There’s another one.(অপর আর একটা আছে)
B: So there is.(ঠিক আছে, তাহলে আছে)
9. and so forth, and so on (and so forth) = এরকম আরও অনেক
We discussed everything—when to go, what to see and so on.(আমরা সবকিছু আলোচনা করলাম-কথায় যাব কি দেখব এবং আরও অনেক)
10. Or so (প্রায়)
There were twenty or so people there.(সেখানে প্রায় ২০ জন বা ২০ এর কাছাকাছি লোক উপস্থিত ছিল)
We stayed for an hour or so. (আমরা সেখানে প্রায় এক ঘন্টা বা এক ঘন্টার কাছাকাছি সময় ছিলাম)
11. so as to do something(কোন কিছু করার ইচ্ছায়)
We went early so as to get good seats.(ভাল সিট পাওয়ার অভিপ্রায়ে আমরা তারাতারি গিয়েছিলাম)
12. so be it = তাই হক
If he doesn’t want to be involved, then so be it.(যদি সে ব্যপারটার সাথে না জড়াতে চায়, তাহালে তাই হক{তাকে জড়ানোর দরকার নাই})
13. so much for something…
So much for that idea!(অনেক হইছে{মানে এবার থামো} 🙂 )
14. so… (that)… (এমন ভাবে যে…)
She spoke so quietly (that) I could hardly hear her. (সে এত আস্তে কথা বলছিল যে আমি তার কথা খুব অল্পই শুনতে পাচ্ছিলাম)
SO Conjunction
15. So = তাই
It was still painful so I went to see a doctor. (এটা তখনও খুব ব্যথা করছিল তাই আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম)
16. so (that…) (কোন কিছুর কারন বা উদ্দেশ্য)
But I gave you a map so (that) you wouldn’t get lost! (কিন্ত আমি তোমাকে একটি ম্যাপ দিয়েছিলাম যাতে তুমি হারিয়ে না যাও )
17. so what? – তাতে কি?
A: He’s fifteen years younger than you!(সে তমার চেয়ে ১৫ বছরের ছোট!)
B: So what? তাতে কি?
So what if no one else agrees with me?(অন্যকেউ যদি আমার সাথে একমত না হয় তো কি হইছে )
So phrase
18. so far এ পর্যন্ত
Everything is in order so far. – এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে।
19. so far as যতদুর, যতটা(তাতে)
So far as I know. – আমি যতদূর জানি।
20. So far from পরিবর্তে, উল্টা
So far from being help, she was hindrance. – সাহায্য করবে কি উল্টা বাধা হয়ে দাঁড়িয়েছিল।
21. so long as এই শর্তে যে, যদি না
You may come with me so long as you keep your dirty mouth shut- তুমি আমার সাথে আসতে পার যদি তুমি তোমার নোংরা মুখ বন্ধ রাখ।
22. so much/many এতখানি, এতগুলো(অনির্দিষ্ট পরিমাণ বা সংখ্যক)
So much money, so much prestige. -এত টাকা, এত সম্মান।
23. not so much as এ টুকু পর্যন্ত না
She did not so much as(didn’t even) look at me. সে আমার দিকে তাকাল না পর্যন্ত।
24. so much একেবারে, একদম
What you are saying is so much nonsense. তুমি যা বলছ তা একেবারে বাজে কথা।
25 so much for এর এখানেই শেষ, আর নয়
so much for the background of our new colleague- আমাদের নতুন সহকর্মীর অতীত বৃত্তান্তের এখানেই শেষ।
26. So called – তথাকথিত
My so called friends did not help me. -আমার তথাকথিত বন্ধুরা আমাকে সাহায্য করেনি।
আরও কিছু উদাহরণ
so far so good = এ পর্যন্ত সকলই ভাল
He is rich so much so that he does not know how to spend his money. সে এমনি বড়লোক যে, কিভাবে তার টাকা ব্যায় করবে তা জানেনা।
Stand just so. টিক এভাবেই দাঁড়াও।
So it was I became an actor. এভাবেই আমি একজন অভিনেতা হলাম।
A: You’ve been smoking again. (তুমি আবার ধূমপান করছ।)
B: So? (হুম! তা কি হইছে)
So, what have you been doing today? তা আপনি আজ সারাদিন কি করছিলেন?
So, let’s see. তা চলেন দেখা যাক
So, that’s it for today. ঠিক আছে আজকের জন্য এটুকুই।
A: Apparently we have many thing but nothing. (আপাতভাবে আমাদের অনেককিছুই আছে কিন্তু কার্যত কিছু নেই…)
B: So there’s nothing we can do about it? তাহালে এক্ষেত্রে আমরা কিছুই করতে পারিনা?
A: I just got back from a trip to Rome.
B: So, how was it? তা এটা কেমন ছিল?