ব্লুটুথ(Bluetooth)

ব্লুটুথে(Bluetooth) এ PAN টাইপের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এর কার্যকারী পাল্লা ১০-৩০মিটার। এটি ২.৪ গিগাহার্জ( GHz) কম্পাঙ্কে কাজ করে। ফলে সকল ব্লুটুথ সমর্থনকারী ডিভাইসই এর মাধ্যেমে সংযুক্ত হতে পারে। এটির আই ই ই ই স্ট্যান্ডার্ড IEEE 802.15.1
ব্লুটুথ সব থেকে বেশি ব্যবহার হয় মোবাইল ও স্মার্টফোনে। এছাড়াও ডেক্সটপ, ল্যাপটপ, পিডিএ, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার, হেডফোনসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার লক্ষ করা যায়।

Add a Comment