রাজবংশী, লুসাই, বনজোগী
|রাজবংশী
বাসস্থানঃ রংপুর
ধর্মঃ প্রকৃতি পূজারি
রাজবংশীদের কোন লেখ্য ভাষা বা বর্ণমালা নেই।
লুসাই(খুমি)
বাসস্থানঃ খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি(খাবার)
ধর্মঃ খ্রিস্টান
ভাষাঃ লুসাই
লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ হয়েছে।
বম(বনজোগী)
বাসস্থানঃ খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি
ধর্মঃ খ্রিষ্টান
‘বম’ শব্দের অর্থ হলো বন্ধন। জীবনের যাবতীয় কর্ম, শিকার পর্ব, নৃত্যগীত, পানাহার, দেবতার উদ্দেশে যজ্ঞ নিবেদন সবকিছুই একত্র হয়ে সম্মিলিতভাবে সম্পাদন করার রীতি থেকে ‘বম‘ বা ‘বন্ধন’-এর ধারণাটি এসেছে।