অবস্থানঃ | আত্রাই নদীর তীরে |
আদিবাসী | সাঁওতাল, মু্ডা, ওঁরাও, মাহালী, বাঁশফোঁড়, কুর্মি, মাল পাহাড়ী |
দর্শনীয় স্থানঃ | - কুসুম্বা মসজিদ (মান্দা)- বরেন্দ্র জনপদের নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুশুম্বা মসজিদ সুলতানী আমলের একটি উজ্জ্বল নিদর্শন। এর মিহরাবের উপরে সুলতান আলা-উদ-দীন হোসাইন শাহ এর নাম লিপিবদ্ধ থাকায় ধারনা করা হয় তাঁর শাসনামলে মসজিদটি নির্মিত হয়।
- পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার (বদলগাছী)- পাহাড়পুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭ টি কক্ষ ছিল।
- নওগাঁ শহরের প্রাণকেন্দ্র ব্রীজের মোড়ে অবস্থিত “স্বাধীনতা” ভাষ্কর্য
- বিজয় মুক্তযুদ্ধ স্মৃতি স্তম্ভ। ৭১ ফুট উঁচু এই স্তম্ভ মুক্তিযুদ্ধের স্মৃতিতে নির্মিত।
- জগদ্দল বিহার, ধামইরহাট
|
নদ-নদীঃ | ছোট যমুনা, আত্রাই, পুনর্ভবা |