পাহাড়পুরের বৌদ্ধবিহার

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

পাহাড়পুরের বৌদ্ধবিহার বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানায় পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বিহার অবস্থিত। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপালদেব (রাজত্বকাল ৭৭৭-৮১০ খ্রি.) এই বিশাল বিহার তৈরি করেছিলেন। নির্মাতা ধর্মপাল ছিলেন পাল বংশে শ্রেষ্ঠ সম্রাট। এটি মধ্যযুগীয় সব চেয়ে বড় বিহার। একে সোমপুর বিহারও বলা হয়। (১০তম বিসিএস প্রিলিমিনারি) পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে এটি অন্যতম। এই বিহারে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭ টি কক্ষ ছিল।

Add a Comment