মাদারীপুর জেলা
|অবস্থানঃ আড়িয়াল খাঁ নদীর তীরে
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
- সুনীল গঙ্গোপাধ্যায় – ঔপন্যাসিক, কবি;
- কেদার রায় (১৫ শতাব্দী) – বার ভুঁইয়ার অন্যতম ও বিক্রমপুর পরগনার জমিদার;
- হাজী শরীয়তুল্লাহ (১৭৮০-১৮৪০) – ধর্মীয় সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা;
- ড. ফজলুর রহমান খান (১৯২৯-৮২খ্রি.); বিশ্ববিখ্যাত স্থপতি; আমেরিকান ইঞ্জিনিয়ারিং রেকর্ডের “ম্যান অব দ্যা ইয়ার”(১৯৬৬,৬৯,৭১,৭২), মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার(১৯৯৯) প্রাপ্ত ৷
- স্টুয়ার্ড মুজিবর রহমান; আগরতলা ষড়যন্ত্র মামলার তিন(৩) নম্বর আসামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৷
দর্শনীয় স্থানঃ
সেনাপতির দিঘিঃ মাদারিপুরের কালকিনি উপজেলার আমড়াতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে এ দিঘি অবস্থিত। এ দিঘির আয়তন ২৫ একর। মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে সুবাদার ইসলাম খাঁর নেতৃত্বে সৈন্যের বিশাল এক বাহিনী ঢাকা যাওয়ার সময় এখানে কিছুদিন অবস্থান করেন। তারা তাদের পানিয় জলের অভাব মেটানোর জন্য এ দিঘি খনন করে।
- আউলিয়াপুর নীলকুঠিঃ এ কুঠির অদূরে ফরায়েজী আন্দোলনে নেতা হাজী শরীয়ত উল্লাহর অনুসারীদের সাথে নীলকর ডানলপ বাহিনীর যুদ্ধ বাধে। সে যুদ্ধে ডানলপের বাহিনী চরম পরাজয় বরণ করে। ঐ স্থানটি রণখোলা নামে পরিচিত।
নদ-নদীঃ পদ্মা, আড়িয়াল খাঁ নদী, কুমার নদী, বিষারকান্দি নদী, তুর্কি নদী, পালাদি নদী, মাদারীপুর নদী, বিলরুট চ্যানেল নদী এবং ময়নাকাটা নদী।