যশোর
|নামঃ পূর্ব নাম খলিফাতাবাদ। যশোর খেজুরের রস ভান্ডার হিসেবে সর্বাধিক পরিচিত।
অবস্থানঃ কপতাক্ষ নদের তীরে।
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ প্রমথ চৌধুরী; মাইকেল মধুসূদন দত্ত ফররুখ আহমদ (১০ জুন ১৯১৮ – ১৯ অক্টোবর ১৯৭৪) – মুসলিম রেনেসাঁর কবি; গোলাম মোস্তফা মুসলিম রেঁনেসার কবি; আবুল হোসেন-কবি; এস এম সুলতান – প্রখ্যাত চিত্রশিল্পী; ড. লুৎফর রহমান প্রখ্যাত সাহিত্যিক ও মানবতাবাদী; বাঘা যতীন – ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী;
ইলা মিত্র -বিপ্লবী এবং সংগ্রামী কৃষক নেতা;
অর্থকরী ফসলঃ তুলা চাষের জন্য বেশী উপযোগী।
দর্শনীয় স্থানঃ বেনাপোল স্থল বন্দর।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ দেশের প্রথম ডিজিটাল জেলা ( প্রতিষ্ঠা ২০ ডিসেম্বর ২০১২) , যশোরে নির্মিত হচ্ছে হাইটেক পার্ক; এয়ারফোর্স একাডেমি-প্রতিষ্ঠা ১৯৭৪
নদ-নদীঃ ভৈরব, চিত্রা, বেতনা, কপোতাক্ষ ও মুক্তেশ্বরী।
অন্যান্য তথ্যঃ ৫ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে পাকবাহিনীর সঙ্গে সংঘটিত এক যুদ্ধে শহীদ হন। শার্শা উপজেলায় কাশিপুর গ্রামে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধি।