সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব

টিকা লিখুনঃ সংযুক্ত তহবিল (৩২তম বিসিএস লিখিত)

বাংলাদেশ সংবিধানের ৮৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রের সকল অর্থ দুটি তহবিলে জমা হয়। যথা-

  1. সংযুক্ত তহবিল(Consolidated Fund)
  2. প্রজাতন্ত্রের সরকারি হিসাব(Public Account of the Republic)

নিম্নোক্ত তিন ধরনের অর্থ সংযুক্ত তহবিলে জমা হবে। অন্য সকল অর্থ প্রজাতন্ত্রের সরকারী হিসাবে জমা হয়।

  1. সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব
  2. সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ
  3. কোন ঋণ পরিশোধ থেকে সরকার যে অর্থ পায়

সংযুক্ত তহবিল থেকে যে সকল ব্যয় করা হয়, সেগুলোকে দুভাগে ভাগ করা যায়-
(ক) Non Votable Expenditure: যে সকল ব্যয় করতে সংসদের ভোটের মাধ্যমে অনুমোদনের প্রয়োজন হয় না। এ ব্যয়গুলোকে সংযুক্ত তহবিলের উপর দায় হিসাবে দেখা হয়।
(খ) Votable Expenditure: যে সকল ব্যয় অনুমোদন করতে সংসদে ভোট গ্রহণ প্রয়োজন হয়।

Add a Comment