সুজা-উদ-দৌলা

সুজা-উদ-দৌলা (জন্ম ১৭৩২ – মৃত্যু ১৭৭৫) ছিলেন অযোধ্যার সুবেদার নবাব। তিনি ছিলেন মুঘল প্রধান উজির সফদর জঙের সন্তান। বাল্যকাল থেকে তিনি অধিনস্তদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম ছিলেন যা তাকে সম্রাট দ্বিতীয় শাহ আলমের প্রধান উজির হতে সহায়তা করে। রঘুজি ভোসলে ও তার মারাঠারা বাংলায় হানা দিলে সুজা-উদ-দৌলা আলীবর্দী খানকে বিভিন্ন সময় সহায়তা করেছেন। ১৭৫৪ -১৭৭৫ সাল পর্যন্ত তিনি নবাব হিসেবে আসীন ছিলেন। সুজা উদ দৌলা ভারতের ইতিহাসে দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধে ভূমিকা রাখার কারণে অধিক পরিচিত। এগুলো হল পানিপথের তৃতীয় যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধে তিনি আহমেদ শাহ দুররানির পক্ষে যোগ দেন। এ যুদ্ধে বিজয়ের ফলে মারাঠা শক্তির আধিপত্য খর্ব হয়। তিনি বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাশিমের মিত্রপক্ষ ছিলেন তবে এই যুদ্ধে তারা পরাজিত হন। সুজা-উদ-দৌলা বক্সারের যুদ্ধেও অংশ নিয়েছেন। এই যুদ্ধে সুজা-উদ-দৌলা, দ্বিতীয় শাহ আলম ও মীর কাশিমের জোট বাহিনী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়।

সুজা-উদ-দৌলা পরে মারাঠাদের সহায়তায় ব্রিটিশদের সাথে লড়াই করেন। এতে তিনি পরাজিত হন। ১৭৬৫ সালের ১৬ আগস্ট তিনি লর্ড ক্লাইভের সাথে এলাহাবাদের প্রথ্যম চুক্তিতে স্বাক্ষর করেন যাতে বলা হয় অযোধ্যার কোরা ও এলাহাবাদ জেলা দুটি কোম্পানির হাতে চলে যাবে। অযোধ্যার অবশিষ্টাংশ শাসন করবে সুজা-উদ-দৌলা । এছাড়াও যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ অযোধ্যা থেকে কোম্পানিকে ৫০ লক্ষ রুপি দিতে হবে। ব্রিটিশরা অযোধ্যায় মুক্ত বাণিজ্যের অধিকার পাবে এবং যুদ্ধের সময় পরস্পরকে সহায়তা করবে।

Add a Comment