জাতীয় আয়ের খাত
|প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ের খাতগুলো কী কী?
উত্তর: দেশের যেসব উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ও আয় সৃষ্টি হয়, সেগুলোকে শ্রেণীবিন্যাস করে উপস্থাপন করা হলে তাকে জাতীয় আয়ের খাত বলা হয়।
বাংলাদেশে পুরোনো পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের খাত ছিল ১১টি। নতুন পদ্ধতিতে তা দাঁড়ায় ১৫টি। বাংলাদেশে জাতীয় আয়ের খাতগুলো হলো:
১. কৃষি ও বনজ।
২. মৎস্য সম্পদ।
৩. খনিজ ও খনন।
৪. শিল্প।
৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ।
৬. নির্মাণ।
৭. পাইকারি ও খুচরা বাণিজ্য।
৮. হোটেল ও রেস্তোরাঁ।
৯. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ।
১০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা।
১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য সেবা।
১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা।
১৩. শিক্ষা।
১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা। এবং
১৫. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা।