জিডিপিতে খাতওয়ারি অবদান

বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে জুলাই মাসের এক তারিখ থেকে পরের বছরের জুন মাসের ৩১ তারিখ এই এক বছরে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে বাংলাদেশের জিডিপি বলে। অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে, বাংলাদেশের জিডিপির আকার/পরিমান ১০,২০,৪৩০ কোটি টাকা। সর্বোচ্চ অবদান শিল্পখাতের ২২.৮৫। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে(GDP) ১৫টি খাতের খাতওয়ারি অবদান-

খাতশতকরা হারমন্তব্য
কৃষি ও বনজ ১০.৫৪ (১৫তম বিসিএস প্রিলিমিনারি)
মৎস সম্পদ ৩.৫৭
খনিজ সম্পদ ১.৮১
শিল্প(উৎপাদন) ২২.৮৫
বিদ্যুৎ গ্যাস ও পানি সম্পদ ১.৫৩
নির্মাণ ৭.৫৩
পাইকারি ও খুচরা বাণিজ্য ১৩.৯৪
হোটেল ও রেস্তরাঁ ০.৭৫
পরিবহণ, সংরক্ষণ ও যোগাযোগ ১১.১২
আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা ৩.৪৬
রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবস্থা ৬.৩১
লোক প্রশাসন ও প্রতিরক্ষা ৩.৭৫
শিক্ষা ২.৪৮
স্বাস্থ্য ও সামাজিক সেবা ১.৮৪
কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা ৮.৫৩
মোট ১০০

Add a Comment