কবিওয়ালা ও শায়ের

কবিগান বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা। এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন। গায়ককে কবি হতে হয়। তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গেয়ে থাকেন। কবিগান পরিবেশনকারীদের বলা হয় কবিয়াল।

কবিওয়ালা ও শায়ের: আঠার শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিগানের রচয়িতা ‘কবিওয়ালা বা সরকার’ এবং মুসলমান সমাজে দোভাষী পুঁথি রচয়িতা ‘শায়ের’-এর আবির্ভাব ঘটে। শিল্প নিপুণতার দিক থেকে কবিগান ও দোভাষী পুঁথির সাহিত্যমান উঁচু না হলেও এগুলো বাঙালি জনসাধারণকে আনন্দের খোরাক যুগিয়েছে। ভারতচন্দ্রের মৃত্যুকাল থেকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সময় কাল (১৭৬০-১৮৬০) পর্যন্ত কবিওয়ালা ও শায়েরদের জনপ্রিয়তা ছিল।
………………….
কবিওয়ালা
শায়ের
পাঁচালীগান
টপ্পাগান

…………………………
সূত্র : শীকর বাংলা ভাষা ও সাহিত্য

Add a Comment