টপ্পাগান

টপ্পাগান এর উদ্ভব- কবিগানের সমসাময়িককালে, হিন্দি টপ্পাগান এর আদর্শে ।
বাংলা টপ্পাগানের জনক- নিধু বাবু বা রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩৯)।
আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত- টপ্পাগান থেকে।
টপ্পাগান রচয়িতা- কালী মির্জা ও শ্রীধর কথক।

নিধুবাবুর একটি গান :
নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশীয় ভাষে পুরে কি আশা ॥
কত নদী সরােবর কিবা ফল চাতকীর
ধারাজল বিনে কভু ঘুচে কি তৃষা ॥

bcspreparation থেকে।

Add a Comment