কবিওয়ালা

কবিওয়ালা :- কবিওয়ালারা ‘কবিগান’ রচনা করতেন। গোঁজলা গুই কবিগানের আদিগুরু। সমাজ জীবনের উৎসব-আনন্দের প্রয়োজনে কবিগানের আসর বসতো। কবিগানের আসরে একজন প্রধান গায়ক এবং কয়েকজন সহকারী থাকত। সহকারীদের বলা হতো ‘দোহার’। সহকারীরা সাধারণত প্রধান গায়কের কথাগুলি পুণরাবৃত্তি করতো।
১৮৫৪ সালে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সর্বপ্রথম কবিগান সংগ্রহ করতে শুরু করেন এবং ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় প্রকাশ করেন। এ পত্রিকার মাধ্যমেই কবিগানের বিস্তৃতি ঘটতে শুরু করে।
কবিওয়ালাদের মধ্যে উল্লেখযোগ্য- গোঁজলা গুই, রাসু-নৃসিংহ, হরু ঠাকুর, ভবানী বেনে, কেষ্টা মুচি, নিলু ঠাকুর, ভোলা ময়রা, নিতাই বৈরাগী, রাম বসু, এন্টনি ফিরিঙ্গি, নিধুবাবু, দাশরথি রায় প্রমুখ।
> > বরিশালের মুকুন্দ দাস, মুর্শিদাবাদের শেখ গুমানী প্রকৃতপক্ষে ছিলেন কবিওয়ালা।
>> বাংলাদেশের শ্রেষ্ঠ কবিয়াল চট্টগ্রামের রমেশ শীল। তিনি মাইজভান্ডারি তরিকার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহর ভক্ত এবং মাইজভান্ডারী গানের কিংবদন্তি গায়ক।

…………………………
সূত্র : শীকর বাংলা ভাষা ও সাহিত্য

Add a Comment