শায়ের

শায়ের : শায়ের আরবি শব্দ অর্থ কবি। মুসলমান সমাজের শায়েরগণ ‘দোভাষী পুঁথি’ রচনা করতেন। শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য হল- আঠার শতকের ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা। উনিশ শতকের মোহাম্মদ দানেশ, মালে মুহম্মদ, আব্দুর রহিম, আয়েজুদ্দিন, জনাব আলী, মনিরুদ্দিন, মুহম্মদ খাতের, মুহম্মদ মুনশী, আরিফ, তাজউদ্দিন, আব্দুল ওহাব, সাদ আলী, রেজাউল্লাহ প্রমুখ।
…………………………
সূত্র : শীকর বাংলা ভাষা ও সাহিত্য

Add a Comment