বাগধারা জ,ঝ

জক(জগ) দেওয়া= ঠকানো।
জগদ্দল পাথর = গুরুভার।
জবরজং= এলোমেলো।
জলপানি= বৃত্তি।
জলভাত= সহজসাধ্য।
জড়ভরত – নিস্ক্রিয়, নিরুদ্দম ও অত্যন্ত বোকার মতো চলাফেরা
জিব কাটা = লজ্জায় দাঁত দিয়ে জিব চেপে ধরা।
জুতো খাওয়া = অপমানিত হওয়া।
জেল ঘুঘু = যে ব্যক্তি বার বার জেল খাটে।

জোকের মুখে নুন পড়া = আস্ফালনকারীকে চুপসে দিতে পারে এমন কথা।
জড়ভরত – জ্ঞানবুদ্ধিহীন।
ঝলসা কানা = তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেছে এমন লোক ।
ঝাঁকি দর্শন= ক্ষণিক দেখা।
ঝাঁকের কৈ = একই দলের।
ঝালে ঝোলে অম্বলে= সর্বত্র বিরাজিত।
ঝাড়ে বংশে= সবসুদ্ধ।
ঝিঙে ফুল ফোটা = সন্ধ্যা হওয়া, আয়ু ফুরিয়ে আসা।
ঝোলের লাউ অম্বলের কদু= সব পক্ষের মন জুগিয়ে চলা।
ঝোলে অম্বল এক করা = দুটি জিনিস মিশিয়ে ফেলা ।
ঝড়তি-পড়তি= ছোটখাটো।
ঝড়া পাতা = গুরুত্বহীন ও বাতিল হয়ে যাওয়া লোক , জীর্ণশীর্ণ লোক।
ঝড়ো বক= বিপর্যস্ত।


👉 Read More...👇